বিভিন্ন পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে মার্কেন্টাইল ব্যাংক
মার্কেন্টাইল ব্যাংকের মাই ক্যাশে ‘অফিস এক্সিকিউটিভ’ ও ‘কলসেন্টার অ্যান্ড কাস্টমার কেয়ার অফিসার’ পদে অস্থায়ী জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।
অফিস এক্সিকিউটিভ
স্নাতক পাস প্রার্থীরা পদটির জন্য আবেদন করতে পারবেন। পাশাপাশি আবেদনের জন্য ন্যূনতম এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এ ছাড়া আগ্রহী প্রার্থীদের বাংলাদেশের যে কোনো স্থানে কাজ করার মানসিকতা সম্পন্ন হতে হবে। প্রার্থীদের বেতন হবে ১২ হাজার টাকা। বিডিজবস ডটকমের মাধ্যমে পদটিতে আবেদনের সুযোগ থাকছে ১৫ নভেম্বর, ২০১৬ তারিখ পর্যন্ত।
কল সেন্টার ও কাস্টমার কেয়ার অফিসার
পদটিতে আবেদনের জন্য প্রার্থীদের স্নাতক পাস হতে হবে। এ ছাড়া সংশ্লিষ্ট পদে এক বছর অভিজ্ঞতা থাকতে হবে। পাশাপাশি বাংলা ও ইংরেজি ভাষায় দক্ষতাসহ কম্পিউটারে পারদর্শী হতে হবে। বাংলাদেশের যে কোনো জায়গায় কাজ করার মানসিকতাসম্পন্ন প্রার্থীরাই শুধু আবেদন করতে পারবেন। পদটিতে নিয়োগপ্রাপ্তরা বেতন পাবেন ১০ হাজার টাকা। আগ্রহী প্রার্থীরা বিডিজবস ডটকমের মাধ্যমে ১৫ নভেম্বর, ২০১৬ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন।
সূত্র : বিডিজবস ডটকম