নতুনদের ক্যারিয়ার গড়ার সুযোগ ব্র্যাক ব্যাংকে
নতুনদের ক্যারিয়ার গড়ার সুযোগ দিয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ব্র্যাক ব্যাংক লিমিটেড। ‘কাস্টমার রিলেশন্স অফিসার—স্মল বিজনেস—এসএমই ব্যাংকিং ডিভিশন’ পদে এই নিয়োগ দেওয়া হবে।
যোগ্যতা
বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন কর্তৃক স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ব্যবসায় প্রশাসন, ফিন্যান্স, অর্থনীতি বা বিজ্ঞান, পরিসংখ্যান ও হিসাববিজ্ঞান বিষয়ে স্নাতকোত্তর পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। শিক্ষাজীবনের প্রতিটি ক্ষেত্রে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমানের ফলপ্রাপ্ত প্রার্থীদের আবেদনের আহ্বান জানানো হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী প্রার্থীদের যেকোনো প্রতিষ্ঠানের সেলস বিভাগে কাজ করার অভিজ্ঞতা থাকলে বাড়তি যোগ্যতা হিসেবে বিবেচিত হবে। পাশাপাশি প্রার্থীদের ঢাকা শহরের বাইরে গ্রামাঞ্চলে কাজ করার মানসিকতাসম্পন্ন হতে হবে। এ ছাড়া যোগাযোগে দক্ষতা ও মাইক্রোসফট অফিস অ্যাপ্লিকেশনে পারদর্শিতা থাকতে হবে।
আবেদন প্রক্রিয়া
সদ্য তোলা পাসপোর্ট সাইজের ছবি ও জাতীয় পরিচয়পত্রের নম্বরসহ বিডিজবস ডটকমের মাধ্যমে শুধু অনলাইনে আবেদন করা যাবে। আবেদন করার সুযোগ থাকছে ১৭ ডিসেম্বর, ২০১৬ পর্যন্ত।
বিস্তারিত জানতে বিডিজবস ডটকমে প্রকাশিত বিজ্ঞপ্তিটি দেখুন :