বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সহকারী পরিচালক পদে লিখিত পরীক্ষার সময়সূচি প্রকাশ
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের নবম গ্রেডের সহকারী পরিচালক পদে লিখিত পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে। গতকাল বুধবার আব্দুল্লাহ আল মামুন, পরীক্ষা নিয়ন্ত্রক (নন-ক্যাডার) স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সহকারী পরিচালক (ভূপদার্থ) পদের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ১৯ মে, ২০২২ তারিখে। এতে আটটি শূন্য পদের (স্থায়ী) বিপরীতে পরীক্ষায় অংশগ্রহণ করবে ৪৭৪ জন প্রার্থী। পরীক্ষাটি রাজধানীর শেরে বাংলা নগর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হবে।
অনলাইনে রেজিষ্ট্রেশনকারী প্রার্থীদের কর্ম কমিশনের ওয়েবসাইট www.bpsc.gov.bd অথবা টেলিটকের ওয়েবসাইট bpsc.teletalk.com.bd থেকে প্রবেশপত্র ডাউনলোড করে পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। প্রার্থীদের অবশ্যই কোভিড-১৯ সংক্রান্ত স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে।
বিস্তারিত বিজ্ঞপ্তিতে