দেশে মাথাপিছু আয় বেড়ে ২৮২৪ ডলার
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2022/05/10/ecnec.jpg)
দেশের মানুষের মাথাপিছু আয় চলতি ২০২১-২২ অর্থবছরে বেড়েছে। এখন সেটি গিয়ে দাঁড়িয়েছে দুই হাজার ৮২৪ মার্কিন ডলার। টাকার হিসেবে যা হয়েছে দুই লাখ ৪১ হাজার ৪৭০ টাকা হয়েছে। গত বছরে এটি ছিল দুই হাজার ৫৯১ মার্কিন ডলার। একই সময়ে প্রবৃদ্ধি হয়েছে সাত দশমিক ২৫ শতাংশ, গত বছর যা ছিল ছয় দশমিক ৯৪ শতাংশ।
আজ মঙ্গলবার একনেক বৈঠক শেষে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এ তথ্য জানান। একনেক চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী এ সভায় সভাপতিত্ব করেন।
এসময় পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম বলেন, ‘মাথাপিছু আয় বেড়ে দুই হাজার ৮২৪ মার্কিন ডলার যৌক্তিক। আমাদের হিসেবে মাথাপিছু আয় ঠিক আছে। আয় বৃদ্ধিতে এবার ঈদে হাট-বাজারে বেশি বেচাকেনা হয়েছে। গ্রামেও প্রত্যেকের হাতে মোবাইল, কেউ খালি পায়ে নেই। মানুষের প্রকৃত আয় বেড়েছে। গত অর্থবছরে ছিল দুই হাজার ৫৯১ ডলার, সেটাও ঠিক ছিল।’
প্রতিমন্ত্রী বলেন, ‘গ্রামে মূল্যস্ফীতি বেশি, কারণ গ্রামে ডিমান্ড বেশি। শ্রমিকের ঘাটতি আছে। গার্ন্টেসগুলো নারী শ্রমিক পাচ্ছে না। দেশে বৈষম্য আছে, পৃথিবীর সব দেশেই এটা আছে। তবে ধীরে ধীরে বৈষম্য কমে আসবে।’