সামাজিক সুরক্ষা নিশ্চিত করা বাজেটে বড় চ্যালেঞ্জ : ড. দেবপ্রিয় ভট্টাচার্য
বিশিষ্ট অর্থনীতিবিদ ও সিপিডির প্রথম নির্বাহী পরিচালক ড. দেবপ্রিয় ভট্টাচার্য বলেছেন, আসন্ন জাতীয় বাজেটে করযোগ্য আয়ের সীমা সাড়ে তিন লাখ টাকা করা উচিত। এবার দেশের সামস্টিক অর্থনীতি একটি জটিল পর্যায়ে উপনীত হয়েছে। সামাজিক সুরক্ষা নিশ্চিত করা এবং বৈশ্বিক অর্থনীতির বাস্তবতা মোকাবিলা করা আগামী অর্থবছরে বড় চ্যালেঞ্জ।
দর্শকনন্দিত বেসরকারি টেলিভিশন চ্যানেল এনটিভি ও ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই-এর যৌথ উদ্যোগে বিশেষ অনুষ্ঠান ‘কেমন বাজেট চাই’ এ অংশ নিয়ে আজ শনিবার এ কথা বলেন ড. দেবপ্রিয়।
অনুষ্ঠানে ২০২২-২৩ অর্থবছরের বাজেটকে সামনে রেখে জনভাবনা, ব্যবসায়ীদের আকাঙ্ক্ষা, সরকারের পরিকল্পনা তুলে ধরেন সরকারের মন্ত্রী, রাজনীতিবিদ, অর্থনীতিবিদ, ব্যবসায়ীসহ বিশিষ্টজনেরা।
ড. দেবপ্রিয় আরও বলেন, ২০০৮-২০০৯ অর্থবছরের পর দেশে অর্থনীতি এত খারাপ পর্যায়ে পৌঁছেছে। গত ১৫ বছরের মধ্যে এবারই দেশের সামস্টিক অর্থনীতি একটি জটিল পর্যায়ে উপনীত হয়েছে। অর্থনীতির এ ভঙ্গুরতা সবচেয়ে বেশি প্রকাশ পায় মূল্যস্ফীতি ও টাকা বিনিময় হার এবং সুদের হারের ভেতর দিয়ে। ফলে ঘাটতি পূরণে রাজস্ব বাজেটে ভর্তুকির পরিমাণ অনেক বাড়বে। এটা ৫৫ হাজার কোটি টাকা থেকে ৯০ হাজার কোটি টাকা পর্যন্ত হতে পারে।
তিনি আরও বলেন, সরকারের দায়দেনা পরিশোধের জন্য অর্থের আরও বেশি প্রয়োজন হবে। বেকারত্ব ও কর্মহীনতা আরও বাড়বে। বিনিয়োগ সুরক্ষা ও সামাজিক সুরক্ষা বাড়াতে হবে।