নিয়োগ দেবে হীড বাংলাদেশ, বেতন ৩৫ হাজার টাকা
নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে হীড বাংলাদেশ। প্রতিষ্ঠানটিতে শাখা ব্যবস্থাপক পদে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী যোগ্য প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
পদের নাম
শাখা ব্যবস্থাপক।
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা
প্রার্থীকে স্নাতক/ স্নাতকোত্তর পাস হতে হবে। বয়স সর্বোচ্চ ৪০ বছর। পুরুষ এবং নারী প্রার্থীরা আবেদন করতে পারবেন। সর্বনিম্ন দুই বছর শাখা ব্যবস্থাপক হিসেবে কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে। পিকেএসএফ এর অর্থায়নে পরিচালিত মাইকোফাইন্যান্স কর্মসূচীর সংশ্লিষ্ট পদে কমপক্ষে দুই বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। কম্পিউটার পরিচালনায় পারদর্শী ও মোটর সাইকেল চালনায় সক্ষম হতে হবে এবং বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে।
কর্মস্থল
বাংলাদেশের যেকোনো স্থানে।
বেতন
৩০,০০০ – ৩৫,০০০/- (মাসিক )।
আবেদনের প্রক্রিয়া
প্রার্থীরা বিডিজবস অনলাইনে আবেদন করতে পারবেন।
আবেদনের শেষ তারিখ
২০ জুলাই, ২০২৩।
সূত্র : বিডিজবস