পটুয়াখালী-১ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ ২৬ নভেম্বর
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2023/10/24/ec_2.jpg)
পটুয়াখালী-১ আসনের উপনির্বাচন আগামী ২৬ নভেম্বর অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিব মো. জাহাংগীর আলম।
আজ মঙ্গলবার (২৪ অক্টোবর) সকালে আগারগাঁও নির্বাচন ভবনে কমিশনের ২৫ তম সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। সভাশেষে কমিশন সচিব মো. জাহাংগীর আলম সংবাদ সম্মেলনে এ কথা জানান।
সভায় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের সভাপতিত্বে চার নির্বাচন কমিশনার ছাড়াও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ইসি সচিব বলেন, এই আসনে মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ১ নভেম্বর, বাছাই ২ নভেম্বর, প্রত্যাহার ৯ নভেম্বর, প্রতীক বরাদ্দ ১০ নভেম্বর এবং ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে ২৬ নভেম্বর।
ভোটের দিন সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ব্যালট পেপারে ভোটগ্রহণ হবে। তবে, আসনটিতে থাকছে না সিসি ক্যামেরা। পটুয়াখালী-১ আসনের উপনির্বাচনে রিটার্নিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করবেন জেলা প্রশাসক।
মধ্য নভেম্বরের মধ্যে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। এতে কোনো সমস্যা হবে কি না—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে জাহাংগীর আলম বলেন, এটি একাদশ জাতীয় সংসদের নির্বাচন। আর সেটি হবে দ্বাদশ জাতীয় সংসদের নির্বাচন। দুটি আলাদা বিষয়। তাই এতে সমস্যা হবে না।
সংবিধান অনুযায়ী, কোনো আসন শূন্য হওয়ার পরবর্তী নব্বই দিনের মধ্যে উপনির্বাচনের বাধ্যবাধকতা রয়েছে। সাবেক ধর্ম প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শাহজাহান মিয়ার মৃত্যুতে শূন্য হয় পটুয়াখালী-১ আসন। সম্প্রতি আসনটি শূন্য ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করে সংসদ সচিবালয়। সেই গেজেট ইসিতে এলে নির্বাচনের প্রস্তুতি শুরু করে সংস্থাটি।