তিন পদেই আবেদনের সময় বাড়াল সোনালী ব্যাংক
সোনালী ব্যাংকে সিনিয়র অফিসার, অফিসার ও অফিসার (ক্যাশ) পদে আবেদনের সময় বাড়ল। গতকাল ১৬ মার্চ এক বিজ্ঞপ্তি প্রকাশের মাধ্যমে এ খবর জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। নতুনএ বিজ্ঞপ্তি অনুয়ায়ী পদগুলোতে আবেদনের সময়সীমা তিনদিন করে বাড়ানো হয়েছে। ফলে আগ্রহী প্রার্থীরা সিনিয়র অফিসার পদে ১৯ মার্চ, অফিসার পদে ২৬ মার্চ এবং অফিসার (ক্যাশ) পদে ২ এপ্রিল পর্যন্ত আবেদনের সুযোগ পাবেন। পদগুলোতে আবেদন করা যাবে erecruitment.bb.org.bd ওয়েবসাইট ঠিকানায়।
উল্লেখ্য, গত ২২ ফেব্রুয়ারি সোনালী ব্যাংকে তিনটি পদে দুই হাজার ২৭৬ জনকে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়।
বিস্তারিত দেখে নিন বাংলাদেশ ব্যাংক প্রকাশিত বিজ্ঞাপনে :