লেনদেন শুরু পতনে
ফ্লোর প্রাইস (নিম্নসীমা) তুলে নেওয়ার পরে দ্বিতীয় কর্মদিবসে আজ সোমবার (২২ জানুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স পতনে লেনদেন চলছে। লেনদেন শুরুর প্রথম ছয় মিনিটে লেনদেন ৪১ কোটি টাকা ছাড়িয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
অনুসন্ধানে দেখা যায়, শেয়ার বিক্রয়ের চাপে লেনদেন শুরুতেই পতন হয়েছে। শুরুতেই ডিএসইএক্স ৪৮ পয়েন্ট পতন হয়েছে। পরে অবশ্য সেই পতন বৃত্ত কমতে থাকে। লেনদেনের প্রথম ছয় মিনিটে পতন দাঁড়ায় ৩৭ পয়েন্ট।
লেনদেন হওয়া প্রথম ছয় মিনিট বা সকাল ১০টা ৬ মিনিট পর্যন্ত কোম্পানিগুলোর মধ্যে শেয়ার দর কমেছে ১৪৬টির, বেড়েছে ৮৬টির এবং অপরিবর্তিত রয়েছে ২৬টি কোম্পানির শেয়ারদর। আলোচিত সময় ডিএসইএক্স ৩৭ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ২০৩ পয়েন্টে। শরিয়াহ সূচক ডিএসইএস পাঁচ পয়েন্ট কমেছে। একই সময় ডিএস-৩০ সূচক এক দশমিক ৪৬ পয়েন্ট বেড়েছে।
এর আগে করোনার প্রকোপ ও শেয়ারবাজারে লাগাতার পতনের কারণে প্রথমবার ২০২০ সালে ফ্লোর প্রাইস আরোপ করে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। পরে তা ২০২১ সালের জুলাইয়ে তুলে নেওয়া হয়েছিল। এরপর ফের গত ২০২২ সালের জুলাইয়ে পুঁজিবাজারের স্বার্থে প্রায় দুই শতাধিক কোম্পানি ফ্লোর প্রাইস আরোপ করেছিল বিএসইসি। এতে এক পর্যায়ে শেয়ার লেনদেন ব্যাপক কমে গেলে সমালোচনায় পড়ে বিএসইসি। পরে গত বৃহস্পতিবার পুঁজিবাজারে তালিকাভুক্ত সব কোম্পানির ওপরে ফ্লোর প্রাইস তুলে নেয়। তবে, এখন আটকে রেখেছে ৩৫ কোম্পানি।
যেসব কোম্পানিগুলোতে ফ্লোর প্রাইস থাকছে, সেগুলো হলো—আনোয়ার গ্যালভানাইজিং, বারাকা পাওয়ার, বিট্রিশ আমেরিকান টোবাকো, বেক্সিমকো, বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস, বিএসআরএম, বিএসআরএম স্টিল, কনফিডেন্স সিমেন্ট, ডেল্টা ব্র্যাক হাউজিং ফাইন্যান্স, ডরিন পাওয়ার, এনভয় টেক্সটাইল, গ্রামীণফোন, এইচআর টেক্সটাইল, আইডিএলসি, ইসলামী ব্যাংক, ইনডেক্স এগ্রো, কেডিএস এক্সেসরিজ, খুলনা পাওয়ার, কাট্টালি টেক্সটাইল, মালেক স্পিনিং, মেঘনা পেট্রোলিয়াম, ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স, ন্যাশনাল পলিমার, ওরিয়ন ফার্মা, পদ্মা অয়েল, রেনেটা, রবি আজিয়াটা, সায়হাম কটন, শাশা ডেনিম, সোনালী পেপার, সোনারবাংলা ইন্স্যুরেন্সে, শাইনপুকুর সিরামিক, শাহজিবাজার পাওয়ার, সামিট পাওয়ার এবং ইউনাইটেড পাওয়ার।