কমেছে লেনদেনসহ সূচক, ৭০ শতাংশ কোম্পানির দরপতন
সপ্তাহের চতুর্থ কর্মদিবস আজ বুধবার (১৪ ফেব্রুয়ারি) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান সূচক পতনে লেনদেন শেষ হয়েছে। সূচক ডিএসইএক্স কমেছে ২৩ পয়েন্ট। লেনদেনসহ বাজারে কমেছে মূলধনের পরিমাণ। লেনদেনে অংশ নেওয়া ৭০ শতাংশ কোম্পানির শেয়ার দর কমেছে।
ডিএসই ওয়েবসাইট অনুসন্ধান করে দেখা যায়, শেয়ার কেনার চাপে লেনদেন শুরুতেই সূচকের উত্থান হয়। লেনদেনে শুরু প্রথম আধ ঘণ্টায় প্রধান সূচক ডিএসইএক্স উত্থান হয় ২৯ পয়েন্ট। ডিএসইএক্স সূচক বেড়ে অবস্থান করেছিল ছয় হাজার ৪২৩ পয়েন্টে। শরিয়াহ সূচক ডিএসইএস পাঁচ পয়েন্ট এবং ডিএস-৩০ সূচক পাঁচ পয়েন্ট বেড়েছিল। সকাল ১০টা ৩০ মিনিট পর্যন্ত কোম্পানিগুলোর মধ্যে শেয়ার দর বেড়েছে ২৫১টির, কমেছে ৫১টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৯টি কোম্পানির শেয়ার দর। লেনদেন হয় ২২২ কোটি ৮২ লাখ টাকা। পরবর্তীতে সূচক উত্থান বৃত্ত কমতে থাকে। লেনদেনের শেষদিকে বিক্রিতে চাপ বাড়ে। এতে সূচক পতনে ফিরে। লেনদেন শেষে সূচক ডিএসইএক্স কমেছে ২৩ দশমিক ২৭ পয়েন্ট। লেনদেন এক হাজার ১৭৩ কোটি টাকা। কমেছে ২৭৮ কোম্পানির শেয়ার দর।
স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইট সূত্র জানা যায়, বুধবার ডিএসইতে লেনদেন হয়েছে এক হাজার ১৭৩ কোটি ৫৮ লাখ টাকা। আগের কর্মদিবস মঙ্গলবার লেনদেন হয়েছিল এক হাজার ৬৪৬ কোটি ৪১ টাকা। এদিন পুঁজিবাজার মূলধন দাঁড়িয়েছে সাত লাখ ৬৯ হাজার ৯৮২ কোটি ৬৪ টাকা। আগের কার্যদিবস মঙ্গলবার বাজার মূলধন ছিল সাত লাখ ৭১ হাজার ৮৭২ কোটি ৪০ লাখ টাকার শেয়ার।
আজ বুধবার (১৪ ফেব্রুয়ারি) সূচক ডিএসইএক্স ২৩ দশমিক ২৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ছয় হাজার ৩৭১ দশমিক ৫৪ পয়েন্টে। ডিএসইএস সূচক দশমিক ১৯ পয়েন্ট কমে দাঁড়িয়েছে এক হাজার ৩৯১ দশমিক শূন্য তিন পয়েন্টে। এ ছাড়া ডিএস৩০ সূচক দশমিক ৮২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে দুই হাজার ১৭২ দশমিক ৩৫ পয়েন্টে। ডিএসইতে এদিন লেনদেন হওয়া ৩৯৫টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের মধ্যে দর বেড়েছে ৭৯টির ও কমেছে ২৭৮টির বা ৭০ দশমিক ৩৭ শতাংশ। শেয়ারদর পরিবর্তন হয়নি ৩৮টির।
আজ লেনদেনের শীর্ষে উঠে এসেছে বেস্ট হোল্ডিংয়ের শেয়ার। কোম্পানিটির ১২১ কোটি ৪০ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়। লেনদেন শীর্ষ উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে লাভেলোর ৫০ কোটি ৬২ লাখ টাকা, ফরচুন সুজের ৪২ কোটি ৪২ লাখ টাকা, ফু-ওয়াং সিরামিকের ২৮ কোটি ৯১ লাখ টাকা, ওরিয়ন ইনফিউশনের ২৮ কোটি ৩৮ লাখ টাকা, ওরিয়ন ফার্মার ২৮ কোটি ৮ লাখ টাকা, আফতাব অটোর ২৭ কোটি ২৫ লাখ টাকা, মালেক স্পিনিংয়ের ২২ কোটি ৩৫ লাখ টাকা, আইএফআইসি ব্যাংকের ২০ কোটি ৪৮ লাখ টাকা এবং এবি ব্যাংকের ১৭ কোটি ৭৯ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়।
অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বুধবার ৪৪ কোটি ২২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের কার্যদিবস মঙ্গলবার লেনদেন হয়েছিল ২৪ কোটি ৯২ লাখ টাকার শেয়ার। এদিন বাজার মূলধন দাঁড়িয়েছে সাত লাখ ৬৪ হাজার ২০৮ কোটি সাত লাখ টাকা। আগের কার্যদিবস মঙ্গলবার বাজার মূলধন ছিল সাত লাখ ৬৬ হাজার ২২৯ কোটি ৬৬ লাখ টাকা। প্রধান সূচক সিএএসপিআই ১০২ দশমিক ৩১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৮ হাজার ৩৯৮ দশমিক শূন্য ৯ পয়েন্টে। সিএসই৫০ সূচক পাঁচ দশমিক ১৯ পয়েন্ট, সিএসই-৩০ সূচক ৩৩ দশমিক শূন্য তিন পয়েন্ট, সিএসসিএক্স সূচক ৬২ দশমিক ৬৯ পয়েন্টে এবং সিএসআই সূচক চার দশমিক শূন্য সাত পয়েন্ট কমেছে। সিএসইতে লেনদেন হওয়া ২৬৯টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ৫৬টির, কমেছে ১৯২টির। শেয়ার দর পরিবর্তন হয়নি ২১টির।