খেলাপি ঋণ বেড়ে এক লাখ ৮২ হাজার কোটি টাকার বেশি
ব্যাংক খাতের গলার কাঁটা খেলাপি ঋণ। নানা কঠোর নিয়মের পরও বাংলাদেশ ব্যাংক এটা নিয়ন্ত্রণে আনা পাচ্ছে না। তেমনি সবশেষ ২০২৪ সালের মার্চ প্রান্তিক শেষে দেশের ব্যাংক খাতে খেলাপি ঋণ দাঁড়িয়েছে এক লাখ ৮২ হাজার ২৯৫ কোটি টাকা। আজ বৃহস্পতিবার (৬ জুন) বাংলাদেশ ব্যাংকের খেলাপি ঋণের হালনাগাদ বিবরণী থেকে এ তথ্য পাওয়া গেছে।
তথ্যমতে, চলতি বছরের মার্চ পর্যন্ত তিন মাসে খেলাপি ঋণ বেড়েছে ৩৬ হাজার ৩৬৭ কোটি টাকা। যা আগের তিন মাসের তুলনায় ২৫ শতাংশ বেশি। গত বছরের ডিসেম্বর পর্যন্ত ব্যাংকিং খাতে খেলাপি ঋণ ছিল এক লাখ ৪৫ হাজার ৬৩৩ কোটি টাকা।
বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মেজবাউল হক জানান, সুদ যুক্ত হওয়ার কারণেও খেলাপি ঋণ বেড়েছে। খেলাপি ঋণ কমাতে ব্যাংকগুলোতে তদারকি বাড়ানো হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের পর্যালোচনায় দেখা গেছে, ২০২৪ সালের মার্চের শেষে ব্যাংক খাতের মোট বিতরণ করা ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ১৬ লাখ ৪০ হাজার ৮৫৫ কোটি টাকা। এর মধ্যে খেলাপিতে পরিণত হয় এক লাখ ৮২ হাজার ২৯৫ কোটি টাকা। যা মোট বিতরণ করা ঋণের ১১ দশমিক ১১ শতাংশ। রাষ্ট্র মালিকানাধীন বাণিজ্যিক ব্যাংকগুলোতে মার্চ শেষে ঋণের পরিমাণ তিন লাখ ১২ হাজার ২৬৬ কোটি টাকা। এই ঋণের ২৭ শতাংশ খেলাপি। বেসরকারি বাণিজ্যিক ব্যাংকগুলোর ঋণ ১২ লাখ ২১ হাজার ১১৬ কোটি টাকা, যার সাত দশমিক ২৮ শতাংশ খেলাপি। বিশেষায়িত ব্যাংকগুলোর ঋণের ১৩ দশমিক ৮৮ খেলাপি, আর বিদেশি ব্যাংকগুলোতে খেলাপি ঋণের হার পাঁচ দশমিক ২০ শতাংশ।