৩২ মিনিটে লেনদেন ৭৭ কোটি টাকা, পতনে সূচক
সূচক পতনে চলছে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লেনদেন। আজ শুরুর প্রথম ৩২ মিনিট বা সকাল ১০ টা ৩২ মিনিটে লেনদেন হয়েছে ৭৭ কোটি ৬০ লাখ টাকার। আলোচিত সময় লেনদেনে অংশ নেওয়া ৭১ দশমিক ৮৪ শতাংশ কোম্পানির শেয়ারের দর পতন হয়েছে। আজ সোমবার (২৪ জুন) ডিএসইর ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।
অনুসন্ধানে দেখা যায়, শেয়ার ক্রয়ের চাপে লেনদেনের শুরুতেই প্রধান সূচকের উত্থান হয়। লেনদেনে শুরুর প্রথম ৪ মিনিটে প্রধান সূচক ডিএসইএক্স উত্থান হয় চার পয়েন্ট। পরে বিক্রয়ের চাপ বাড়তে থাকে। এতে সূচক উত্থান থেকে পতনে চলে আসে। লেনদেনের শুরুর প্রথম ৩২ মিনিটে ডিএসইএক্সের পতন হয় ৩৩ দশমিক ৩০ পয়েন্ট। এসময়ে ডিএসইএক্স সূচক অবস্থান করেছে পাঁচ হাজার ২১৩ দশমিক ৮৩ পয়েন্টে।
আলোচিত সময়ে ডিএসইএস সূচক ছয় দশমিক ৬৭ পয়েন্ট ও ডিএস৩০ সূচক ১০ দশমিক ৮৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে যথাক্রমে এক হাজার ১৩৯ দশমিক ৯৮ পয়েন্ট ও এক হাজার ৮৬৬ দশমিক ৬৫ পয়েন্টে। কোম্পানিগুলোর মধ্যে শেয়ার দর বেড়েছে ৬৩টির, কমেছে ২৫০টির বা ৭১ দশমিক ৮৪ শতাংশ এবং অপরিবর্তিত রয়েছে ৩৫টি কোম্পানির শেয়ারদর। লেনদেন হয়েছে ৭৭ কোটি ৬০ লাখ টাকা।
আলোচিত সময়ে লেনদেন শীর্ষে উঠে এসেছে লিন্ডে বিডির শেয়ার। লেনদেন করেছে ১৩ কোটি ৩৫ লাখ টাকা। এছাড়া সী পার্ল বিচের পাঁচ কোটি ১৮ লাখ টাকা, বিট্রিশ আমেরিকান টোব্যাকোর চার কোটি ৩৪ লাখ টাকা, ফরচুন সুজের তিন কোটি ২২ লাখ টাকা, ক্যাপিটেক গ্রামীণ ব্যাংক গ্রোথ ফান্ডের তিন কোটি ২২ লাখ টাকা, আলিফ ইন্ডাস্ট্রিজের তিন কোটি ১২ লাখ টাকা, এশিয়াটিক ল্যাবরেটরিজের দুই কোটি ৮৫ লাখ টাকা, ওয়ালটন দুই কোটি ১৬ লাখ টাকা, ফার ইস্ট নিটিংয়ের এক কোটি ৮৬ লাখ টাকা এবং জেমিনি সী ফুডের এক কোটি ৭৭ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়।