বিমা সুবিধা দিতে ব্র্যাক ব্যাংক ও মেটলাইফের চুক্তি
গ্রামীণ নারীদের বিনামূল্যে মাইক্রো ডিপোজিট ইন্স্যুরেন্স সুবিধা দেওয়ার লক্ষ্যে মেটলাইফের সঙ্গে চুক্তি করেছে ব্র্যাক ব্যাংক ‘তারা’। গেটস ফাউন্ডেশন থেকে পাওয়া তহবিলের মাধ্যমে এই উদ্যোগটি পরিচালনা করা হবে। যার লক্ষ্য দেশের গ্রামীণ নারীদের আর্থিক অন্তর্ভুক্তি এবং স্বাস্থ্য নিরাপত্তা নিশ্চিত করা।
এই উদ্যোগের প্রাথমিক লক্ষ্য গ্রামীণ নারীদের বিমার প্রয়োজনীয়তা সৃষ্টির পাশাপাশি তাদের স্বাস্থ্যবিষয়ক জ্ঞান ও সচেতনতা বাড়ানো। এই চুক্তির মাধ্যমে ব্র্যাক ব্যাংক এজেন্ট ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে পাঁচ হাজারেরও বেশি ‘তারা’ গ্রাহকদের বিমাসুবিধা দেওয়া হবে।
গত মঙ্গলবার (৯ জুলাই) ব্র্যাক ব্যাংকের প্রধান কার্যালয়ে মেটলাইফের সঙ্গে এ চুক্তিটি সই হয়। উদ্যোগটি গেটস ফাউন্ডেশনের অ্যাকসেস টু ফাইন্যান্স ফর উইমেন এজেন্ডার অংশ। এই এজেন্ডার লক্ষ্য অধিকতর আর্থিক নিরাপত্তাসহ নারীদের ক্ষমতায়ন করা। নারীদের জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করা। নারীদের অর্থনৈতিক অবস্থার উন্নয়ন ঘটানো, যাতে করে তাঁদের পরিবার এবং সমাজের সুস্বাস্থ্য নিশ্চিত হয়। আর্থিক অন্তর্ভুক্তি এবং নারীর ক্ষমতায়নের লক্ষ্যে ব্র্যাক ব্যাংকের যে প্রতিশ্রুতি রয়েছে, তা গেটস ফাউন্ডেশনের এজেন্ডার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। এভাবে গ্রাহকদের সুরক্ষায় ব্র্যাক ব্যাংক কাজ করে যাবে।