জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচি পালন
সারা দেশে কোটাবিরোধী ছাত্র-জনতার ওপর গণহত্যা, গণগ্রেপ্তার, হামলা, মামলা, গুম এবং খুনের প্রতিবাদে ও জাতিসংঘ কর্তৃক তদন্তপূর্বক বিচারের দাবিতে এবং ছাত্র সমাজের ৯ দফা দাবি আদায়ের লক্ষ্যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পালন করা হয়েছে মার্চ ফর জাস্টিস কর্মসূচি।
আজ বুধবার (৩১ জুলাই) দুপুরে বিশ্ববিদ্যালয়ের মুরাদ চত্বর থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে একটি বিক্ষোভ মিছিল বের করেন শিক্ষার্থীরা। তাদের সঙ্গে একাত্মতা জানিয়ে অংশ নেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরাও।
জানা গেছে, মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে সেখানে গণস্বাক্ষর কর্মসূচি পালন করা হয়। মিছিলে গ্রেপ্তার হওয়াদের দ্রুত মুক্তির দাবি জনান আন্দোলনরত শিক্ষক ও শিক্ষার্থীরা।