ডিএসইতে দুই দিনেই মূলধন বাড়ল সাড়ে ৩৩ হাজার কোটি টাকা
আওয়ামী লীগ সরকারের পতনের পর ঘুরে দাঁড়িয়েছে পুঁজিবাজার। দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) গতকাল মঙ্গলবারের (৬ আগস্টা) মতো আজ বুধবারও (৭ আগস্ট) সব ধরনের সূচক উত্থানে লেনদেন শেষ হয়েছে। আগের কর্মদিবস মঙ্গলবারের তুলনায় আজ লেনদেন পরিমাণ বেড়েছে। লেনদেন বেড়ে সাড়ে সাতশ কোটি টাকার ঘরে চলে এসেছে। আলোচিত দুদিনের ব্যবধানে বাজারে মূলধনের পরিমাণ বেড়েছে ৩৩ হাজার ৬১৩ কোটি টাকা। গতকালের মতো আজও লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ কোম্পানির শেয়ারের দর উত্থান হয়।
ডিএসইর সূত্রে জানা গেছে, আজ ডিএসইতে লেনদেন হয় ৭৭৫ কোটি ৫৫ লাখ টাকা। আগের কর্মদিবস মঙ্গলবার লেনদেন ছিল ৭৪৯ কোটি ৯৯ লাখ টাকা। গত রোববার লেনদেন ছিল ২০৭ কোটি ৮৩ লাখ টাকা। আলোচিত এদিন (বুধবার) পুঁজিবাজারে মূলধন দাঁড়িয়েছে ছয় লাখ ৭৯ হাজার ৫৭ কোটি ৮৭ লাখ টাকা। আগের কর্মদিবস মঙ্গলবার পুঁজিবাজার মূলধন ছিল ছয় লাখ ৬৩ হাজার ৩৪৮ কোটি ৭৮ লাখ টাকার শেয়ার। গত রোববার পুঁজিবাজার মূলধন ছিল ছয় লাখ ৪৫ হাজার ৪৪৪ কোটি ৬১ লাখ টাকার শেয়ার। দুই কর্মদিবসের ব্যবধানে বাজারে মূলধনের পরিমাণ বেড়েছে ৩৩ হাজার ৬১৩ কোটি ২৬ লাখ টাকা।
আজ সূচক ডিএসইএক্স ১৯২ দশমিক ৩৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে পাঁচ হাজার ৬১৮ দশমিক ৭৯ পয়েন্টে। এদিন ডিএসইএস সূচক ৪২ দশমিক ৫২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ২১৯ দশমিক ১৩ পয়েন্টে। এছাড়া ডিএস৩০ সূচক ৮৭ দশমিক ৪৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে দুই হাজার ২২ দশমিক ১৭ পয়েন্টে। ডিএসইতে এদিন লেনদেন হওয়া ৩৯৬টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের মধ্যে দর বেড়েছে ২৬৬টির বা ৬৭ দশমিক ১৭ শতাংশ ও কমেছে ১১৪টির। শেয়ার দর পরিবর্তন হয়নি ১৬টির।
গতকাল মঙ্গলবার সূচক ডিএসইএক্স ১৯৭ দশমিক ১৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছিল পাঁচ হাজার ৪২৬ দশমিক ৪২ পয়েন্টে। ওইদিন ডিএসইএস সূচক ৩২ দশমিক ৭৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছিল এক হাজার ১৭৬ দশমিক ৬১ পয়েন্টে। এছাড়া ডিএস৩০ সূচক ৭৫ দশমিক ৭১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছিল এক হাজার ৯৩৪ দশমিক ৭৪ পয়েন্টে। ডিএসইতে ওইদিন লেনদেন হওয়া ৩৯৭টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের মধ্যে দর বেড়েছে ৩২৮টির বা ৮২ দশমিক ৬২ শতাংশ ও কমেছে ৬০টির। শেয়ার দর পরিবর্তন হয়নি নয়টির।
লেনদেনের শীর্ষে বুধবার উঠে এসেছে ব্রিটিশ আমেরিকান টোব্যাকোর শেয়ার। কোম্পানিটির ৫৪ কোটি ৯৪ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়। এদিন দর বাড়ার শীর্ষে উঠে এসেছে এসিআই ফরমুলেশনের শেয়ার। কোম্পানিটির দর বেড়েছে ১০ শতাংশ। দর কমার শীর্ষে উঠে এসেছে ক্রিস্টাল ইন্স্যুরেন্সের শেয়ার। কোম্পানিটির শেয়ার দর কমেছে দুই দশমিক ৯৯ শতাংশ।
আগেরদিন মঙ্গলবার লেনদেনের শীর্ষে উঠেছিল ট্রাস্ট ব্যাংকের শেয়ার। কোম্পানিটির ৪৮ কোটি ৩৫ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়। মঙ্গলবার দর বাড়ার শীর্ষে উঠে এসেছিল একমি পেস্টিসাইডসের শেয়ার। কোম্পানিটির দর বাড়ে ১০ শতাংশ। দর কমার শীর্ষে উঠে এসেছিল সোনার বাংলা ইন্স্যুরেন্সের শেয়ার। কোম্পানিটির শেয়ার দর কমেছিল তিন শতাংশ।