ডিএসইতে মূলধন কমেছে, দরপতন ৭৬ শতাংশ কোম্পানির
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সব ধরনের সূচক পতনে লেনদেন শেষ হয়েছে আজ মঙ্গলবার (২০ আগস্ট)। বিক্রয়ের চাপে লেনদেনে অংশ নেওয়া ৭৬ শতাংশ কোম্পানির শেয়ারের দরপতন হয়। একদিনের ব্যবধানে পুঁজিবাজারে মূলধনের পরিমাণ কমেছে চার হাজার ৯৮০ কোটি টাকা। গত কর্মদিবস সোমবারের তুলনায় আজ লেনদেনের পরিমাণ কমেছে ২৮৮ কোটি টাকা।
দেখা গেছে, লেনদেনের শুরুতেই প্রধান সূচকের উত্থানমুখী দেখা যায়। লেনদেনে শুরুর প্রথম ৫৫ মিনিটে প্রধান সূচক ডিএসইএক্স উত্থান হয়েছিল ২০ পয়েন্ট। পরে উত্থান গতি কমে সূচকটি পতনমুখীতে ফিরে। দিনশেষে সূচক ডিএসইএক্স পতন হয় ৬০ পয়েন্ট।
আজ ডিএসইতে লেনদেন হয়েছে ৫১৮ কোটি ৬১ লাখ টাকা। আগের কর্মদিবস সোমবার লেনদেন ছিল ৮০৭ কোটি ১৫ লাখ টাকা। আলোচিত এদিন পুঁজিবাজারে মূলধন দাঁড়িয়েছে ছয় লাখ ৯২ হাজার ৬৫৫ কোটি ২৬ লাখ টাকা। আগের কর্মদিবস সোমবার পুঁজিবাজার মূলধন ছিল ছয় লাখ ৯৭ হাজার ৫৩৩ কোটি ১৬ লাখ টাকার শেয়ার।
আজ সূচক ডিএসইএক্স ৬০ দশমিক ১৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে পাঁচ হাজার ৭১৫ দশমিক ৩৫ পয়েন্টে। আগের কর্মদিবস সোমবার ডিএসইএক্স ছিল পাঁচ হাজার ৭৭৫ দশমিক ৪৯ পয়েন্টে। ডিএস৩০ সূচক ২৭ দশমিক ৮৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে দুই হাজার ৯৩ দশমিক ২৬ পয়েন্টে। এদিন ডিএসইএস সূচক ১৬ দশমিক ৪৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে এক হাজার ২২৯ দশমিক ৬৯ পয়েন্টে। ডিএসইতে এদিন লেনদেন হওয়া ৩৯৭টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের মধ্যে দর বেড়েছে ৬৪টির ও কমেছে ৩০১টির বা ৭৫ দশমিক ৮২ শতাংশ। শেয়ার দর পরিবর্তন হয়নি ৩২টির।
লেনদেনের শীর্ষে এদিনে উঠে এসেছে গ্রামীণ ফোনের শেয়ার। কোম্পানিটির ৫৩ কোটি ৪০ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়। এদিন দর কমার শীর্ষে উঠে এসেছে এসইএমএল এফবিএলএসএল গ্রোথ ফান্ড শেয়ার। কোম্পানিটির শেয়ার দর কমেছে আট দশমিক ৩৩ শতাংশ। দর বাড়ার শীর্ষে উঠে এসেছে আমান ফিডের শেয়ার। কোম্পানিটির দর বেড়েছে সাত দশমিক শূন্য এক শতাংশ।