উত্থানে ডিএসই, মূলধন বাড়ল ৫৮৬৫ কোটি টাকা
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সব ধরনের সূচক উত্থানে লেনদেন শেষ হয়েছে আজ মঙ্গলবার (৫ নভেম্বর)। একদিনের ব্যবধানে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স বাড়ল ১১২ পয়েন্ট। আলোচিত এদিন লেনদেনে অংশ নেওয়া ৭৬ শতাংশ কোম্পানির শেয়ারের দর উত্থান হয়েছে। আগের কর্মদিবস সোমবারের তুলনায় এদিন বাজারে মূলধন বেড়েছে পাঁচ হাজার ৮৬৫ কোটি টাকা। লেনদেন বেড়ে আজ ৮৩৯ কোটি টাকার ঘরে চলে এসেছে।
অনুসন্ধানে জানা যায়, গত সোমবার লেনদেন হয়েছিল ৫৬৫ কোটি ২৪ লাখ টাকা। সেখান থেকে বেড়ে আজ লেনদেন হয়েছে ৮৩৯ কোটি ৭০ লাখ টাকা। এদিন পুঁজিবাজারে মূলধন দাঁড়িয়েছে ছয় লাখ ৭২ হাজার ৯৬১ কোটি ৩৫ লাখ টাকার শেয়ার। আগের কর্মদিবস সোমবার পুঁজিবাজার মূলধন ছিল ছয় লাখ ৬৭ হাজার ৯৬ কোটি ৪২ লাখ টাকার শেয়ার।
আজ প্রধান সূচক ডিএসইএক্স ১১২ দশমিক ৫২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে পাঁচ হাজার ৩৬৫ দশমিক শূন্য এক পয়েন্টে। আগের কর্মদিবস সোমবার ডিএসইএক্স দাঁড়িয়েছিল পাঁচ হাজার ২৫২ দশমিক ৪৯ পয়েন্টে। আজ ডিএস৩০ সূচক ৩০ দশমিক ১৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৯৬৭ দশমিক ৭৬ পয়েন্টে। এছাড়া ডিএসইএস সূচক ২৯ দশমিক ১৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ১৯১ দশমিক ৫৭ পয়েন্টে।
ডিএসইতে এদিন লেনদেন হওয়া ৩৯৯টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের মধ্যে দর বেড়েছে ৩০৪টির ও কমেছে ৬৫টির। শেয়ার দর পরিবর্তন হয়নি ৩০টির। এদিন লেনদেনের শীর্ষে উঠে এসেছে স্কয়ার ফার্মার শেয়ার। কোম্পানিটির ৩৩ কোটি ২২ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়। লেনদেনের শীর্ষে উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে একমি ল্যাবের ৩১ কোটি ৮৭ লাখ টাকা, লিন্ডে বাংলাদেশের ২১ কোটি ৯৭ লাখ টাকা, বাংলাদেশ শিপিং করপোরেশনের ২০ কোটি ৮৯ লাখ টাকা, ইসলামী ব্যাংকের ১৯ কোটি ৩৮ লাখ টাকা, ব্র্যাক ব্যাংকের ১৮ কোটি ৮৮ লাখ টাকা, ওরিয়ন ফার্মার ১৭ কোটি ৩৪ লাখ টাকা, মিডল্যান্ড ব্যাংকের ১৫ কোটি ৫৮ লাখ টাকা, এশিয়াটিক ল্যাবের ১৪ কোটি ৪১ লাখ টাকা এবং লাভেলো আইসক্রিমের ১৩ কোটি ৩৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এদিন দর কমার শীর্ষে উঠে এসেছে লাভেলো আইসক্রিমের শেয়ার। কোম্পানিটির ইউনিটের দর কমেছে পাঁচ দশমিক ১২ শতাংশ। দর বাড়ার শীর্ষে উঠে এসেছে ফু-ওয়াং ফুডের শেয়ার। কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ১০ শতাংশ।