উত্থানে সূচক, লেনদেন বেড়েছে ৪৫ শতাংশ
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সব ধরনের সূচক উত্থানে লেনদেন শেষ হয়েছে আজ বৃহস্পতিবার (২২ আগস্ট)। গত কর্মদিবস বুধবারের তুলনায় আজ লেনদেনের পরিমাণ বেড়েছে ২৪১ কোটি ৭২ লাখ টাকা বা ৪৫ শতাংশ। একদিনের ব্যবধানে পুঁজিবাজারে মূলধনের পরিমাণ বেড়েছে ৯৮৯৭ কোটি ৬৩ লাখ টাকা বা এক দশমিক ৪৫ শতাংশ। তবে লেনদেনে অংশ নেওয়া ৫৩ দশমিক ৩০ শতাংশ কোম্পানির শেয়ারের দরপতন হয়েছে।
আজ ডিএসইতে লেনদেন হয়েছে ৭৭৮ কোটি ৫৫ লাখ টাকা। আগের কর্মদিবস বুধবার লেনদেন ছিল ৫৩৬ কোটি ৮৩ লাখ টাকা। আলোচিত এদিন পুঁজিবাজারে মূলধন দাঁড়িয়েছে ছয় লাখ ৯২ হাজার ৮৩১ কোটি ৮০ লাখ টাকা। আগের কর্মদিবস বুধবার পুঁজিবাজার মূলধন ছিল ছয় লাখ ৮২ হাজার ৯৩৪ কোটি ১৭ লাখ টাকার শেয়ার।
আজ বৃহস্পতিবার (২২ আগস্ট) সূচক ডিএসইএক্স ৯২ দশমিক ৯৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে পাঁচ হাজার ৬৯৯ দশমিক ৯১ পয়েন্টে। আগের কর্মদিবস বুধবার ডিএসইএক্স ছিল পাঁচ হাজার ৬০৬ দশমিক ৯৫ পয়েন্টে। ডিএস৩০ সূচক ৪২ দশমিক ৯৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে দুই হাজার ৯০ দশমিক ৬৮ পয়েন্টে। এদিন ডিএসইএস সূচক ১৭ দশমিক ৬৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ২১৯ দশমিক শূন্য সাত পয়েন্টে। ডিএসইতে এদিন লেনদেন হওয়া ৩৯৪টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের মধ্যে দর বেড়েছে ১৫১টির ও কমেছে ২১০টির বা ৫৩ দশমিক ৩০ শতাংশ। শেয়ার দর পরিবর্তন হয়নি ৩৩টির।
লেনদেনের শীর্ষে এদিনে উঠে এসেছে গ্রামীণফোনের শেয়ার। কোম্পানিটির ৮৪ কোটি ৬৬ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়। এদিন দর কমার শীর্ষে উঠে এসেছে প্রভাতী ইন্স্যুরেন্সের শেয়ার। কোম্পানিটির শেয়ার দর কমেছে দুই দশমিক ৯৯ শতাংশ। দর বাড়ার শীর্ষে উঠে এসেছে সোশ্যাল ইসলামী ব্যাংকের শেয়ার। কোম্পানিটির দর বেড়েছে ১০ শতাংশ।