বেশিরভাগ কোম্পানির দরপতনেও ডিএসইএক্স উত্থানে
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স উত্থানে লেনদেন শেষ হয়েছে আজ বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর)। গত কর্মদিবস বুধবারের (১১ সেপ্টেম্বর) তুলনায় আজ বেড়েছে লেনদেনের পরিমাণ। লেনদেন বেড়ে সাতশ কোটি টাকার ঘরে চলে এসেছে। বেড়েছে বাজারে মূলধনের পরিমাণও। তবে লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ কোম্পানির শেয়ারের দরপতন হয়েছে।
ডিএসই সূত্রে জানা যায়, আজ বৃহস্পতিবার ডিএসইতে লেনদেন হয়েছে ৭৩৩ কোটি ৩৯ লাখ টাকা। আগের কর্মদিবস বুধবার লেনদেন ছিল ৬২৫ কোটি ১৫ লাখ টাকা। এদিন পুঁজিবাজারে মূলধন দাঁড়িয়েছে ছয় লাখ ৯৩ হাজার ৩২৯ কোটি তিন লাখ টাকা। আগের কর্মদিবস মঙ্গলবার পুঁজিবাজার মূলধন ছিল ছয় লাখ ৯৩ হাজার ৫৭ কোটি ৮৬ লাখ টাকা।
সূচক ডিএসইএক্স ১২ দশমিক ৫৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে পাঁচ হাজার ৭২৬ দশমিক ৫১ পয়েন্টে। ডিএসইএস সূচক চার দশমিক ৭৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ২৪৫ দশমিক ৬৮ পয়েন্টে। তবে ডিএস৩০ সূচক সাত দশমিক শূন্য পাঁচ পয়েন্ট কমে দাঁড়িয়েছে দুই হাজার ১০০ দশমিক ৭৬ পয়েন্টে। ডিএসইতে এদিন লেনদেন হওয়া ৩৯৭টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের মধ্যে দর বেড়েছে ১৫৮টির ও কমেছে ১৮১টির। শেয়ার দর পরিবর্তন হয়নি ৫৮টির।
এদিন লেনদেনের শীর্ষে উঠে এসেছে লিন্ডে বাংলাদেশের শেয়ার। কোম্পানিটির ৫১ কোটি ৬৫ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়। লেনদেন শীর্ষে ওঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে একমি ল্যাবের ২৪ কোটি ৪৮ লাখ টাকা, এনআরবি ব্যাংকের ২৩ কোটি ৭৮ লাখ টাকা, সোনালী আঁশের ২২ কোটি ১২ লাখ টাকা, গ্রামীণফোনের ১৭ কোটি ৯২ লাখ টাকা, বাংলাদেশ সাবমেরিন ক্যাবলসের ১৭ কোটি ৭১ লাখ টাকা, ব্র্যাক ব্যাংকের ১৭ কোটি ৬৬ লাখ টাকা, অগ্নি সিস্টেমসের ১৫ কোটি ৭১ লাখ টাকা, ওরিয়ন ইনফিউশনের ১৩ কোটি ৯৬ লাখ টাকা এবং ইসলামী ব্যাংকের ১৩ কোটি ১৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এদিন দর কমার শীর্ষে উঠে এসেছে কনফিডেন্স সিমেন্টের শেয়ার। কোম্পানিটির শেয়ার দর কমেছে ছয় দশমিক ৮২ শতাংশ। দর বাড়ার শীর্ষে উঠে এসেছে পেপার প্রসেসিং অ্যান্ড প্যাকেজিংয়ের শেয়ার। কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ৯ দশমিক ৯৮ শতাংশ।