পতনের শীর্ষে নিউ লাইন ক্লোথিংস
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি নিউ লাইন ক্লোথিংস গত সপ্তাহে (রোববার থেকে বৃহস্পতিবার) শেয়ার প্রতি দর কমেছে ২৫ শতাংশ। এতে সপ্তাহটিতে কোম্পানিটির শেয়ার লুজারের শীর্ষে উঠে এসেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
ডিএসইতে গত বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) ন্যাশনাল টির শেয়ারের সমাপনী দর দাঁড়ায় ২২ টাকা ৭০ পয়সা। যা আগের সপ্তাহের একই দিনে (১৯ সেপ্টেম্বর) ছিল ৩০ টাকা ৩০ পয়সা। এক সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির শেয়ার প্রতি দর কমেছে সাত টাকা ৬০ পয়সা বা ২৫ দশমিক শূন্য আট শতাংশ।
২০১৯ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয় নিউ লাইন ক্লোথিংস। ‘জেড’ ক্যাটাগরির এই কোম্পানিটির অনুমোদিত মূলধন একশ কোটি টাকা। পরিশোধিত মূলধন ৭৮ কোটি ৫৩ লাখ ৩০ হাজার টাকা। শেয়ার সংখ্যা সাত কোটি ৮৫ লাখ ৩২ হাজার ৬৫০টি। রিজার্ভে রয়েছে ১০৯ কোটি ৯১ লাখ টাকা। কোম্পানিটির উদ্যোক্তা পরিচালকরা ৩০ দশমিক ৬১ শতাংশ শেয়ার ধারণ করেছে। এ ছাড়া প্রাতিষ্ঠানিক পরিচালকরা ১৮ দশমিক ৩৩ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীরা ৫১ দশমিক শূন্য ছয় শতাংশ শেয়ার ধারণ করেছে।
গেল সপ্তাহে দর কমার তালিকায় অন্য কোম্পানিগুলোর মধ্যে খুলনা পাওয়ারের (‘জেড’ ক্যাটাগরি) ২৩ দশমিক ৭৮ শতাংশ, শাইনপুকুর সিরামিকের (‘বি’ ক্যাটাগরি) ২৩ দশমিক ৫৬ শতাংশ, বাংলাদেশ বিল্ডিং সিস্টেমসের (‘বি’ ক্যাটাগরি) ২২ দশমিক ৮৬ শতাংশ, নাভানা ফার্মার (‘এ’ ক্যাটাগরি) ২২ দশমিক ৮৫ শতাংশ, খান ব্রাদার্সের (‘বি’ ক্যাটাগরি) ২১ দমমিক ৯১ শতাংশ, মেট্রো স্পিনিংয়ের (‘বি’ ক্যাটাগরি) ২১ দশমিক ৭৪ শতাংশ, খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিংয়ের (‘জেড’ ক্যাটাগরি) ২১ দশমিক শূন্য ৯ শতাংশ, অলিম্পিক এক্সেসরিজের (‘জেড’ ক্যাটাগরি) ২০ দশমিক ৮৩ শতাংশ এবং ফু-ওয়াং ফুডের (‘বি’ ক্যাটাগরি) ২০ দশমিক ৭৯ শতাংশের দরপতন হয়।