লেনদেন ৫০০ কোটি টাকার নিচে, ৫২ শতাংশ কোম্পানির দরপতন
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক উত্থানে শেষ হয়েছে আজ রোববারের (২৯ সেপ্টেম্বর) লেনদেন। তবে, গত কর্মদিবস বৃহস্পতিবারের তুলনায় আজ কমেছে লেনদেনের পরিমাণ। এদিন লেনদেন কমে ৫০০ কোটি টাকার নিচে নেমে এসেছে। একদিনের ব্যবধানে কমেছে বাজারে মূলধনের পরিমাণ। এদিন লেনদেনে অংশ নেওয়া ৫২ শতাংশ কোম্পানির শেয়ারের দরপতন হয়েছে।
ডিএসইর সূত্রে জানা গেছে, আজ ডিএসইতে লেনদেন হয়েছে ৪৮১ কোটি ৩১ লাখ টাকা। আগের কর্মদিবস বৃহস্পতিবার লেনদেন ছিল ৫৩০ কোটি ৮৫ লাখ টাকা। এদিন পুঁজিবাজারে মূলধন দাঁড়িয়েছে ছয় লাখ ৮৫ হাজার ৫৯৯ কোটি ৯৬ লাখ টাকা। আগের কর্মদিবস বৃহস্পতিবার পুঁজিবাজার মূলধন ছিল ছয় লাখ ৮৫ হাজার ৬২১ কোটি ২৪ লাখ টাকা।
সূচক ডিএসইএক্স ১৮ দশমিক ৯৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে পাঁচ হাজার ৬৫৮ দশমিক ১১ পয়েন্টে। ডিএসইএস সূচক ৯ দশমিক ১৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে এক হাজার ২৭১ দশমিক শূন্য ৯ পয়েন্টে। এ ছাড়া ডিএস৩০ সূচক ৩০ দশমিক দুই পয়েন্ট কমে দাঁড়িয়েছে দুই হাজার ৬২ দশমিক ৯৩ পয়েন্টে। ডিএসইতে এদিন লেনদেন হওয়া ৩৯৭টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের মধ্যে দর বেড়েছে ১৫৩টির ও কমেছে ২০৫টির বা ৫১ দশমিক ৬৪ শতাংশ। শেয়ার দর পরিবর্তন হয়নি ৩৯টির।
এদিন লেনদেনের শীর্ষে উঠে এসেছে গ্রামীণফোনের শেয়ার। কোম্পানিটির ৩২ কোটি ৭৯ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়। লেনদেন শীর্ষে ওঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে ইসলামী ব্যাংকের ২৮ কোটি ৮৭ লাখ টাকা, ব্র্যাক ব্যাংকের ২৬ কোটি ৪৮ লাখ টাকা, এমজেএল বাংলাদেশের ২৫ কোটি তিন লাখ টাকা, সোশ্যাল ইসলামী ব্যাংকের ২৩ কোটি ৯৩ লাখ টাকা, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের ২২ কোটি ৭২ লাখ টাকা, গ্লোবাল ইসলামী ব্যাংকের ১৮ কোটি ছয় লাখ টাকা, ইবনে সিনার ১৬ কোটি ৮৩ লাখ টাকা, সোনালী আঁশের ১৫ কোটি ৭৭ লাখ টাকা এবং এডিএন টেলিকমের আট কোটি ১৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এদিন দর কমার শীর্ষে উঠে এসেছে কাট্রালি টেক্সটাইলের শেয়ার। কোম্পানিটির শেয়ার দর কমেছে ১৬ দশমিক ৫৪ শতাংশ। দর বাড়ার শীর্ষে উঠে এসেছে খান ব্রাদার্সের শেয়ার। কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ৯ দশমিক ৬২ শতাংশ।