ন্যাশনাল হাউজিংয়ের লভ্যাংশ অনুমোদন
ডিজিটাল প্ল্যাটফর্মে (ভার্চ্যুয়াল) ২৫তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) সম্পন্ন করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত আর্থিক খাতের প্রতিষ্ঠান ন্যাশনাল হাউজিংয়ের। শেয়ারহোল্ডারদের সম্মতির মধ্য দিয়ে গত বুধবার (২৫ সেপ্টেম্বর) এই এজিএম অনুষ্ঠিত হয়।
ওইদিন কোম্পানিটি শেয়ারহোল্ডারদের সম্মতিক্রমে ২০২৩ সমাপ্ত বছরের (জানুয়ারি-ডিসেম্বর) জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন হয়। এছাড়া আলোচিত সমাপ্ত বছরের আর্থিক বিবরণী, নিরীক্ষিত প্রতিবেদনসহ অন্যান্য এজেন্ডা অনুমোদন হয়। এজিএম সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের চেয়ারম্যান মাহবুবুর রহমান। সভায় আগামী দিনগুলোতে একসাথে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন তিনি।
এজিএম সভায় উপস্থিত ছিলেন কোম্পানির উদ্যোক্তা পরিচালক, পরিচালক, অডিট কমিটির চেয়ারম্যানসহ শেয়ারহোল্ডাররা। এছাড়া উপস্থিত ছিলেন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শামসুল ইসলাম ও কোম্পানি সচিব মো. সরোয়ার কামাল।
উল্লেখ্য, ন্যাশনাল হাউজিং প্রধানত গৃহঋণ ব্যবসার সাথে জড়িত। ২০২৩ সমাপ্ত বছরের কোম্পানিটির শেয়ার প্রতি মুনাফা হয়েছে ১ টাকা তিন পয়সা। শেয়ার প্রতি নিট সম্পদমূল্য ১৮ টাকা ৯৩ পয়সা।