শেরপুর জেলার চারটি উপজেলায় বন্যাদুর্গতদের উদ্ধার কার্যক্রম, চিকিৎসা সেবা প্রদান ও ত্রাণসামগ্রী বিতরণে নিরলসভাবে দায়িত্ব পালন করছে ১৯ পদাতিক ডিভিশনের সেনা সদস্যগণ। বন্যা পরিস্থিতি মোকাবেলায় সেনা সদস্যরা ছয়টি বোট, লাইফ জ্যাকেট ও অন্যান্য উদ্ধার সামগ্রী নিয়ে উদ্ধার কার্যক্রম পরিচালনা করছে। সেনাবাহিনী কর্তৃক ইতোমধ্যে বন্যা কবলিত এলাকাসমূহ হতে ৩৬৯ জন পানিবন্দি মানুষকে উদ্ধার, ৩৪২ জনকে চিকিৎসা সেবা প্রদান, ২৩‘শ শুকনো খাবার প্যাকেট ও ৮‘শ প্যাকেট রান্না করা খাবার বিতরণ করা হয়েছে। বন্যা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সেনাবাহিনীর উদ্ধার তৎপরতা এবং প্রয়োজনীয় ত্রাণ বিতরণ কার্যক্রম চলমান থাকবে। ছবি : সেনাবাহিনীর ফেসবুক পেজ থেকে নেওয়া