এস আলম-বেক্সিমকো বন্ধ হতে দেব না : গভর্নর
মালিক যেই হোক এস আলম ও বেক্সিমকো গ্রুপের প্রতিষ্ঠানগুলো সুষ্ঠভাবে চলতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে। কোনো অবস্থায়ই প্রতিষ্ঠানগুলো বন্ধ হতে দেব না বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর। আজ সোমবার (১৮ নভেম্বর) মতিঝিলে বাংলাদেশ ব্যাংকে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। সম্মেলনে উপস্থিত ছিলেন ইসলামী ব্যাংকের চেয়ারম্যান ওবায়েদ উল্লাহ আল মাসুদ।
এস আলম ও বেক্সিমকোর গ্রুপের প্রতিষ্ঠানগুলোতে অনেক লোক কাজ করেন জানিয়ে আহসান এইচ মনসুর বলেন, এসব প্রতিষ্ঠানের উৎপাদনের সাথে তাদের সম্পর্ক আছে। ব্যাংকের সাথেও সম্পর্ক আছে। তাই প্রতিষ্ঠানগুলো বিচ্ছিন্ন করা যাবে না। কাজেই, একটু ভিন্ন দৃষ্টিকোণ থেকে দেখতে হবে আমাদের। মনে রাখতে হবে, ব্যক্তি ও প্রতিষ্ঠান এক না। এটা সম্পূর্ণ আলাদা। যাতে ফান্ড ডাইভারশন না হয়। আমাদের প্রচেষ্টা থাকবে প্রতিষ্ঠানগুলো বাঁচাতে। কোনো প্রতিষ্ঠানকে আমরা মরতে দেব না। প্রতিষ্ঠান মারা খুব সহজ। কিন্তু প্রতিষ্ঠান গড়ে তোলা কঠিন। প্রতিষ্ঠান গড়তে অনেক সময় লাগে। প্রতিষ্ঠানগুলো থেকে দেশ উপকৃত হয়।
আবেগে সিদ্ধান্ত নেওয়া যাবে না মন্তব্য করে আহসান এইচ মনসুর বলেন, তাড়াহুড়া বা আবেগ অল্প সময়ের জন্য মানুষকে উত্তেজিত করে। কিন্তু আবেগ দিয়ে দেশ চালালে, সেটা ভালো কিছু বয়ে আনে না। তাই আমাদের বাস্তববাদী হতে হবে। গ্রাহকদের আমানতের নিরাপত্তার দায়িত্ব বাংলাদেশ ব্যাংকের জানিয়ে আহসান এইচ মনসুর বলেন, আমাদের লক্ষ্য গ্রাহকদের আমানত ফেরত দেওয়া। তাদের আস্থা বাড়ানো। এজন্য বিভিন্ন ব্যবস্থা নেওয়া হচ্ছে। পাশাপাশি ব্যাংকগুলোকে সহায়তা করা হচ্ছে।