ডাচ-বাংলা ব্যাংকে বিভিন্ন পদে নিয়োগ
নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ডাচ-বাংলা ব্যাংক লিমিটেড। পাঁচ ধরনের পদে এ জনবল নিয়োগ দেওয়া হবে। পদগুলোর মধ্যে রয়েছে :
চিফ অ্যান্টি-মানি লন্ডারিং কমপ্লায়েন্স অফিসার
এমবিএ বা স্নাতকোত্তর ডিগ্রিধারী প্রার্থীরা আবেদন করতে পারবেন। আবেদনকারীদের শিক্ষাজীবনে কোনো ক্ষেত্রে তৃতীয় শ্রেণি থাকতে পারবে না। এ ছাড়া প্রার্থীদের সংশ্লিষ্ট কাজে কমপক্ষে ২০ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। আবেদনের জন্য বয়সসীমা অনূর্ধ্ব-৫৫ বছর।
ডেপুটি অ্যান্টি-মানি লন্ডারিং কমপ্লায়েন্স অফিসার
শিক্ষাজীবনে কোনো ক্ষেত্রে তৃতীয় শ্রেণি না পেয়ে এমবিএ বা স্নাতকোত্তর ডিগ্রিধারী প্রার্থীরা আবেদন করতে পারবেন। পাশাপাশি আবেদনকারীদের সংশ্লিষ্ট কাজে কমপক্ষে ১৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। আবেদন করতে পারবেন শুধু অনূর্ধ্ব-৫০ বছর বয়সের প্রার্থীরা।
ব্রাঞ্চ ম্যানেজার (চট্টগ্রাম এলাকা)
এমবিএ বা স্নাতকোত্তর ডিগ্রিধারী প্রার্থীরা আবেদন করতে পারবেন। আবেদনকারীদের শিক্ষাজীবনে কোনো ক্ষেত্রে তৃতীয় শ্রেণি থাকতে পারবে না। এ ছাড়া ব্রাঞ্চ ম্যানেজার পদে পাঁচ বছরের অভিজ্ঞতাসহ ব্যাংকিং ক্ষেত্রে ১০ থেকে ২০ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। পদটিতে আবেদন করতে পারবেন অনূর্ধ্ব-৫০ বছর বয়সের প্রার্থীরা।
ব্রাঞ্চ ম্যানেজার (চট্টগ্রাম এলাকা ব্যতীত)
এমবিএ বা স্নাতকোত্তর ডিগ্রিধারী প্রার্থীরা আবেদন করতে পারবেন। তবে আবেদনকারীদের শিক্ষাজীবনে কোনো ক্ষেত্রে তৃতীয় শ্রেণি থাকলে আবেদন করতে পারবেন না। এ ছাড়া ব্রাঞ্চ ম্যানেজার পদে পাঁচ বছরের অভিজ্ঞতাসহ ব্যাংকিং ক্ষেত্রে ১০ থেকে ২০ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। পদটিতে আবেদনের সুযোগ পাবেন অনূর্ধ্ব-৫০ বছর বয়সের প্রার্থীরা।
রিলেশনশিপ ম্যানেজার (ফরেন ট্রেড অ্যান্ড ক্রেডিট ব্যাকগ্রাউন্ড)
পদটিতে আবেদন করতে পারবেন এমবিএ বা স্নাতকোত্তর ডিগ্রিধারী প্রার্থীরা। আবেদনকারীদের শিক্ষাজীবনে কোনো ক্ষেত্রে তৃতীয় শ্রেণি থাকতে পারবে না। এ ছাড়া ফরেন ট্রেড অথবা ক্রেডিট-সংক্রান্ত ক্ষেত্রে পাঁচ বছরের অভিজ্ঞতাসহ ৮ থেকে ১৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। আবেদনের বয়সসীমা অনূর্ধ্ব-৪৫ বছর।
আবেদন প্রক্রিয়া
আগ্রহী প্রার্থীরা পদগুলোতে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন www.duchbanglabank.com/online_jobs ঠিকানার মাধ্যমে। আবেদনের সময় সব শিক্ষাসনদের কপি এবং একটি সাম্প্রতিক তোলা ছবি সংযুক্ত করতে হবে। আবেদন করা যাবে ১০ আগস্ট, ২০১৬ তারিখ পর্যন্ত।
বিস্তারিত জানতে চাকরি ডটকমে প্রকাশিত বিজ্ঞাপনটি দেখুন :