অভিজ্ঞতা ছাড়াই অফিসার নিয়োগ সিটি ব্যাংকে
অভিজ্ঞতা ছাড়াই চাকরির সুযোগ দিচ্ছে সিটি ব্যাংক লিমিটেড। সম্প্রতি প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী ‘টিআর/এসআর প্রোডাক্ট মার্কেটিং অফিসার’ পদে অস্থায়ী ভিত্তিতে এই নিয়োগ দেওয়া হবে।
যোগ্যতা
চার বছর মেয়াদি স্নাতক পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হলেও নতুনদের আবেদনের আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি যোগাযোগে দক্ষতা থাকতে হবে।
বেতন
অভিজ্ঞতা ছাড়া নিয়োগপ্রাপ্তদের মাসিক বেতন হবে ১০ হাজার টাকা। অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের বেতন হবে ১২ হাজার থেকে ১৫ হাজার টাকা। এ ছাড়া অন্যান্য সুবিধা দেওয়া হবে।
আবেদন প্রক্রিয়া
শুধু বিডিজবস ডটকমের মাধ্যমে অনলাইনে আবেদন করা যাবে ৩ ডিসেম্বর, ২০১৬ তারিখ পর্যন্ত।
সূত্র : বিডিজবস ডটকম