নতুনদের আকর্ষণীয় চাকরির সুযোগ ওয়ান ব্যাংকে
নতুনদের আকর্ষণীয় ব্যাংকিং ক্যারিয়ার গড়ার সুযোগ দিয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ওয়ান ব্যাংক লিমিটেড। ‘স্পেশাল ক্যাডার অফিসার্স (পঞ্চম ব্যাচ)’ পদে এই নিয়োগ দেওয়া হবে।
যোগ্যতা
এমবিএ, বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্ট থেকে এমবিএম ডিগ্রিপ্রাপ্ত, বিবিএ অথবা বিজ্ঞপ্তিতে উল্লেখিত বিষয়ে স্নাতক (সম্মান) পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। প্রার্থীর শিক্ষাজীবনের কোনো ক্ষেত্রেই তৃতীয় বিভাগ বা সমমানের ফল গ্রহণযোগ্য হবে না।
বয়স
২০১৭ সালের ৩১ জানুয়ারি অনুযায়ী প্রার্থীর বয়স হতে হবে সর্বোচ্চ ৩০ বছর। তবে মুক্তিযোদ্ধা কোটাধারী প্রার্থীদের ক্ষেত্রে বয়স সর্বোচ্চ ৩২ পর্যন্ত শিথিলযোগ্য।
বেতন
প্রথম এক বছরের শিক্ষানবিশকালে নিয়োগপ্রাপ্তদের বেতন হবে মাসিক ৪২ হাজার টাকা। পরে চাকরি স্থায়ী হলে পদ অনুযায়ী বেতন নির্ধারিত হবে।
আবেদন প্রক্রিয়া
শুধু বিডিজবস ডটকমের মাধ্যমে অনলাইনে আবেদন করা যাবে আগামী ৩১ জানুয়ারি, ২০১৭ পর্যন্ত।
বিস্তারিত জানতে বিডিজবস ডটকমে প্রকাশিত বিজ্ঞপ্তিটি দেখুন :