নতুনদের সুযোগ দিয়ে একাধিক পদে নিয়োগ দিচ্ছে ব্র্যাক ব্যাংক
একাধিক পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ব্র্যাক ব্যাংক লিমিটেড। ‘অরগানাইজেশনাল ডেভেলপমেন্ট এক্সিকিউটিভ’ এবং ‘কমপেন্সেশন অ্যান্ড রিঅ্যাওয়ার্ড’ পদে এই নিয়োগ দেওয়া হবে। বিশেষত নারী প্রার্থীদের পদগুলোতে আবেদন করার আহ্বান জানানো হয়েছে।
অরগানাইজেশনাল ডেভেলপমেন্ট এক্সিকিউটিভ
ব্যাবসায় প্রশাসন, মানবসম্পদ, ব্যবস্থাপনা, কমিউনিকেশনস অথবা কম্পিউটার সায়েন্স বিষয়ে স্নাতক পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। এ ছাড়া যোগাযোগে দক্ষ ও মাইক্রোসফট অফিস অ্যাপ্লিকেশন চালনায় পারদর্শী হতে হবে।
কমপেন্সেশন অ্যান্ড রিঅ্যাওয়ার্ড
যেকোনো বিষয়ে স্নাতক পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। তবে ব্যবসায় প্রশাসন বিষয়ে স্নাতক পাস প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। পাশাপাশি সংশ্লিষ্ট ক্ষেত্রে ন্যূনতম তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এ ছাড়া যোগাযোগে দক্ষ ও মাইক্রোসফট অফিস অ্যাপ্লিকেশন চালনায় পারদর্শী হতে হবে।
আবেদন প্রক্রিয়া
শুধু বিডিজবস ডটকমের মাধ্যমে অনলাইনে আবেদন করা যাবে ৭ ফেব্রুয়ারি, ২০১৭ পর্যন্ত।
সূত্র : বিডিজবস ডটকম