২০৯ জনকে নিয়োগ দেবে বর্ডার গার্ড বাংলাদেশ
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর অসামরিক পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিজিবিতে ১৩টি পদে মোট ২০৯ জনকে নিয়োগ দেওয়া হবে। পদগুলোতে নারী ও পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন। অনলাইনের মাধ্যমে সহজেই আবেদন করা যাবে।
পদের নাম
ইমাম/আরটি (পুরুষ), অফিস সহকারী (পুরুষ), মিডওয়াইফ (মহিলা), কার্পেন্টার (পুরুষ), প্লাম্বার (পুরুষ), বুটমেকার (পুরুষ), অফিস সহায়ক (পুরুষ), ওয়ার্ড বয় (পুরুষ), রাখাল (পুরুষ), বাবুর্চি (পুরুষ), মালী (পুরুষ), টেইলর (পুরুষ), আয়া (মহিলা), পরিচ্ছন্নতাকর্মী (পুরুষ) ও পরিচ্ছন্নতাকর্মী (মহিলা)।
পদসংখ্যা
১৩টি পদে সর্বমোট ২০৯ জনকে নিয়োগ দেওয়া হবে।
যোগ্যতা
স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ইমাম পদের জন্য ন্যূনতম ফাজিল ও আলিম পাস এবং অন্যান্য পদের জন্য ন্যূনতম এসএসসি/ জেএসসি/সমমান পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। কিছু কিছু পদের জন্য এক থেকে দুই বছরের কাজের অভিজ্ঞতা প্রয়োজন। ১৮ থেকে অনূর্ধ্ব-৩০ বছর পর্যন্ত আবেদন করা যাবে। মুক্তিযোদ্ধার সন্তান অথবা মুক্তিযোদ্ধার নাতি-নাতনিদের জন্য ৩২ বছর পর্যন্ত শিথিলযোগ্য।
বেতন স্কেল
জাতীয় বেতন স্কেল-২০১৫ অনুযায়ী বেতন-ভাতা দেওয়া হবে। এ ছাড়া বাড়িভাড়া এবং বিধি মোতাবেক প্রাপ্য অন্যান্য সুবিধা প্রদান করা হবে।
আবেদনের নিয়ম
আগ্রহী প্রার্থীদের মোবাইলে এসএমএসের (খুদে বার্তা) মাধ্যমে আবেদন করতে হবে।
আবেদনের সময়সীমা
এসএমএসের মাধ্যমে আবেদন প্রক্রিয়া ও ফি প্রদান শুরু হবে ১৫ ফেব্রুয়ারি, ২০২০ সকাল ১০টায় এবং শেষ হবে ২৩ ফেব্রুয়ারি, ২০২০ বিকেল ৫টায়।
সূত্র : যুগান্তর, ১২ ফেব্রুয়ারি, ২০২০।
বিস্তারিত বিজ্ঞপ্তিতে