প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্সের পরিচালকদের জরিমানা
প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্স তাদের আর্থিক প্রতিবেদন দাখিলে ব্যর্থ হওয়ায় কোম্পানির প্রত্যেক পরিচালককে এক লাখ টাকা করে জরিমানা ধার্য করেছে শেয়ারবাজার নিয়ন্ত্রণকারী সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। আজ মঙ্গলবার বিএসইসির ৫৫৫তম সভায় এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কমিশনের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. সাইফুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্স তাদের ২০১৩ সালের ৩১ ডিসেম্বর শেষ হওয়া হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন, ২০১৪ সালের ৩০ জুন শেষ হওয়া অর্ধবার্ষিক আর্থিক প্রতিবেদন ও ২০১৪ সালের ৩০ সেপ্টেম্বর শেষ হওয়া তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন দাখিলে ব্যর্থ হয়েছে। এ জন্য কোম্পানিটির প্রত্যেক পরিচালককে এক লাখ টাকা করে জরিমানা ধার্য করা হয়েছে।
প্রগ্রেসিভ লাইফ ২০০৬ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হয়। জেড ক্যাটাগরির এ কোম্পা নির শেয়ারসংখ্যা এক কোটি ২৮ লাখ ৬৫ হাজার ৭৭৬টি। মোট শেয়ারের মধ্যে উদ্যোক্তা-পরিচালক ৪৪ দশমিক ৪৪ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী ২২ দশমিক শূন্য ১ শতাংশ ও সাধারণ বিনিয়োগকারীর কাছে রয়েছে ৩৩ দশমিক ৫৫ শতাংশ শেয়ার।