রাবির ভারপ্রাপ্ত প্রক্টরের দায়িত্বে অধ্যাপক লিয়াকত আলী
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ভারপ্রাপ্ত প্রক্টর হিসেবে দায়িত্ব পেয়েছেন একজন সহকারী প্রক্টর। তিনি পদার্থবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক লিয়াকত আলী।
আজ বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের এক অফিস আদেশে এ তথ্য জানিয়েছেন রেজিস্ট্রার অধ্যাপক আব্দুস সালাম। বর্তমানে রাবির উপাচার্যের রুটিন দায়িত্ব পালন করছেন অধ্যাপক আনন্দ কুমার সাহা।
অফিস আদেশে বলা হয়, অধ্যাপক ড. মো. লুৎফর রহমানের প্রক্টর হিসেবে নিয়োগের মেয়াদ শেষ হওয়ায় প্রক্টর পদে নতুন নিয়োগ না হওয়া পর্যন্ত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর মো. লিয়াকত আলীকে ভারপ্রাপ্ত প্রক্টর হিসেবে নিয়োগ দেওয়া হলো। এই আদেশ অবিলম্বে কার্যকর করতে বলা হলো। ভারপ্রাপ্ত প্রক্টর হিসেবে দায়িত্ব পালনের জন্য বিশ্ববিদ্যালয়ের বিধি মোতাবেক তিনি ভাতা প্রাপ্য হবেন। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তিনি এ দায়িত্ব পালন করবেন।
রুটিন দায়িত্বে থাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ‘প্রক্টর’ নিয়োগ দিতে পারেন কি না, জানতে চাইলে রেজিস্ট্রার অধ্যাপক আবদুস সালাম বলেন, রুটিন দায়িত্বপ্রাপ্ত উপাচার্য নতুন করে প্রক্টর নিয়োগ দিতে পারেন না। তাই সহকারী প্রক্টর একজনকে ‘দায়িত্বপ্রাপ্ত’ করা হয়েছে। বর্তমান প্রক্টরের মেয়াদ শেষ হওয়ায় একজন সহকারীকে এ দায়িত্ব দিয়েছেন রুটিন দায়িত্বপ্রাপ্ত উপাচার্য। এটি তাঁর রুটিন দায়িত্বের মধ্যেই পড়ে। নতুন উপাচার্য এলে তিনি পুনরায় প্রক্টর নিয়োগ দেবেন।