২৭ সেপ্টেম্বরের মধ্যে শিক্ষার্থীদের টিকার নিবন্ধন, এরপর খোলা যাবে বিশ্ববিদ্যালয়
২৭ সেপ্টেম্বরের মধ্যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কোভিড-১৯ টিকার রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে, এরপর দেশের বিশ্ববিদ্যালয়গুলো খোলা যাবে। আজ মঙ্গলবার দেশের বিশ্ববিদ্যালয়গুলোর উপাচার্য এবং বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) সঙ্গে শিক্ষা মন্ত্রণালয়ের বৈঠকে এমন সিদ্ধান্ত হয়। এতে ভার্চুয়ালি যুক্ত ছিলেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
বৈঠক শেষে আজ দুপুরে এনটিভি অনলাইনকে এসব তথ্য জানান ইউজিসির সচিব (অতিরিক্ত দায়িত্ব) ড. ফেরদৌস জামান।
ড. ফেরদৌস জামান বলেন, ‘বিশ্ববিদ্যালয়গুলো তাদের একাডেমিক কাউন্সিল ও সিন্ডিকেটের মাধ্যমে খোলার সিদ্ধান্ত নেবে। তবে, কোভিড-১৯ টিকার বিষয়টি নিশ্চিত করতে হবে। এ পর্যন্ত সাড়ে ১৭ লাখ শিক্ষার্থী টিকার জন্য রেজিস্ট্রেশন করেছে। এর মধ্যে সাড়ে চার লাখ প্রথম ডোজ এবং ৯০ হাজার শিক্ষার্থী দ্বিতীয় ডোজ নিয়েছে।’
শতভাগ শিক্ষার্থী টিকার আওতায় না এলে কি ওই বিশ্ববিদ্যালয় খোলা যাবে না? এমন প্রশ্নে ড. ফেরদৌস জামান বলেন, ‘২৭ সেপ্টেম্বরের মধ্যে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের টিকার রেজিস্ট্রেশন সম্পন্ন করার সিদ্ধান্ত হয়েছে সভায়। যেসব শিক্ষার্থীর জাতীয় পরিচয়পত্র নেই, তাদের জন্য ইউজিসি তিন দিনের মধ্যে একটি অ্যাপ তৈরি করবে, তাঁরা সেখানে জন্ম নিবন্ধন দিয়ে রেজিষ্ট্রেশন করবে। তারপর সেসব তথ্য ইউজিসি শিক্ষা মন্ত্রণালয়ে পাঠাবে, পরে সেখান থেকে স্বাস্থ্য মন্ত্রণালয়ে পাঠানো হবে।’