নিয়োগ দেবে বিকেএসপি, বেতন ৩৫ হাজার টাকা
নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান(বিকেএসপি)। প্রতিষ্ঠানটিতে ‘কোচ’ হিসেবে নিয়োগ দেওয়া হবে। সকল বাংলাদেশী নাগরিকরা বিভিন্ন পদের জন্য আবেদন করতে পারবেন।
পদের নাম
কোচ (আর্চারি, হকি, কারাতে, টেবিল টেনিস, স্কোয়াশ, বক্সিং ও উশু)।
পদসংখ্যা
মোট ৭ জন।
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা
স্বীকৃত যেকোনো শিক্ষাপ্রতিষ্ঠান থেকে স্নাতক/ সমমান ডিগ্রিধারী প্রার্থীরা বিভিন্ন পদের জন্য আবেদন করতে পারবে। তবে জাতীয় দলের সাবেক বা বর্তমান খেলোয়াড়, জাতীয় দলের প্রশিক্ষক, কোচিং বিষয়ে ডিগ্রিপ্রাপ্ত, কোচ হিসেবে পাঁচ বছরের অভিজ্ঞতা, আন্তর্জাতিক প্রতিযোগিতায় পদকপ্রাপ্ত বা আন্তর্জাতিক সংস্থা কর্তৃক কোনো কোচিং কোর্সে সার্টিফিকেট বা লাইসেন্সপ্রাপ্ত হলে ডিপ্লোমা ডিগ্রি প্রয়োজন হবে না।
বেতন
৩৫,০০০/-টাকা।
আবেদন প্রক্রিয়া
বিকেএসপির নির্ধারিত ফরমে নিজ হাতে আবেদন ফরম পূরণ করতে হবে। সাম্প্রতিক সময়ে তোলা তিন কপি ছবিসহ ডাকযোগে বা অফিসে রাখা বক্সে আবেদনপত্র পাঠাতে হবে। ২০০ টাকার পে–অর্ডার আবেদনপত্রের সঙ্গে জমা দিতে হবে।
ঠিকানা: মহাপরিচালক, বাংলাদেশ ক্রীড়া শিক্ষাপ্রতিষ্ঠান (বিকেএসপি), জিরানি, আশুলিয়া, সাভার, ঢাকা।
আবেদনের শেষ তারিখ
৩০ নভেম্বর, ২০২১।
সূত্র : প্রথমআলো।