ভুলি নাই ২১
একুশের স্মরণে প্রথম বিশেষ সংখ্যা
একুশে ফেব্রুয়ারিতে 'রাষ্ট্রভাষা বাংলা' দাবির মিছিলে গুলি এবং ছাত্র হত্যার প্রতিবাদে ২২ ফেব্রুয়ারি সারা দেশে হরতাল পালিত হয়। হরতালের দিনের এ প্রতিবাদ মিছিলেই আবার গুলি চালায় পুলিশ; হতাহত হয় বহু ছাত্র-জনতা। একুশের এই রক্তাক্ত ঘটনার পর ২৩ ফেব্রুয়ারি প্রকাশিত হয় সাপ্তাহিক সৈনিক-এ শহীদসংখ্যা। সকালে পত্রিকা প্রকাশের মাত্র দুই ঘণ্টার মধ্যে নিঃশেষ হয়ে যায় এক হাজার কপি এবং পরে পুনর্মুদ্রণ করা হয়।
এটাই ছিল ভাষা আন্দোলনের অমর শহীদদের স্মরণে কোনো পত্রিকার প্রথম বিশেষ সংখ্যা।
গ্রন্থনা : সেখ ফয়সাল আহমেদ