ভুলি নাই ২১
ভাষার মিছিলে শহীদ হন শফিউর রহমান
রাষ্ট্র বাংলা ভাষার দাবিতে দানা বেঁধে ওঠা আন্দোলন চূড়ান্ত রূপ লাভ করে ১৯৫২ সালে। এ সময় ২১ ফেব্রুয়ারিকে ঘিরে উত্তেজনা ছড়িয়ে পড়লে ১৪৪ ধারা জারি করে নুরুল আমিন সরকার। এ ১৪৪ ধারা ভেঙে মিছিল করতে গিয়ে শহীদ হন সালাম, বরকত, রফিক। ২২ ফেব্রুয়ারি এ হত্যাকাণ্ডের প্রতিবাদে মিছিল বের করে ছাত্র-জনতা। এ দিন পুলিশের গুলিতে শহীদ হন ঢাকা হাইকোর্টের কর্মচারী শফিউর রহমানসহ অনেকে।
সকাল ১০টায় শফিউর রহমান বাসা থেকে অফিসে যাওয়ার সময় নবাবপুর রোডে মরণচাঁদের মিষ্টির দোকানের সামনে তাঁর পিঠে গুলি লাগে। এরপরও তিনি কিছুদূর এগিয়ে যান। বেশিদূর এগোতে পারলেন না তিনি। খোসমহল রেস্টুরেন্টের সামনে এসে পড়ে যান। গুরুতর আহত অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল হাসপাতালে নেওয়া হয়।
সন্ধ্যা ৭টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে শফিউর রহমান শেষনিশ্বাস ত্যাগ করেন। ডাক্তারি রিপোর্টে জানা যায়, তাঁর হৃৎপিণ্ডের মধ্যে গুলি ঢুকে গিয়েছিল। ডা. এলিনসন অস্ত্রোপাচার করলেও গুলি বের করতে পারেননি।
এদিন শফিউর রহমানসহ আরো অনেকে শহীদ হন। একমাত্র শফিউর রহমানের লাশ ঢাকা মেডিকেল থেকে উদ্ধার করা সম্ভব হয়।
গ্রন্থনা : সেখ ফয়সাল আহমেদ