নেত্রকোনায় নানা আয়োজনে চলছে বিদ্যার দেবী সরস্বতীর পূজা-অর্চনা

Looks like you've blocked notifications!
নেত্রকোনা শহরের বিভিন্ন মণ্ডপে চলছে সরস্বতী পূজার আয়োজন। ছবি : এনটিভি।

বিদ্যার দেবী সরস্বতী পূজাকে সামনে রেখে স্কুল, কলেজ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানসহ সার্বজনীন ও পারিবারিক নানা আয়োজনে নেত্রকোনায় চলছে পূজা অর্চনা।

এ সময়ের অন্যতম ধর্মীয় উৎসব বিদ্যার দেবী সরস্বতী পূজা। সরস্বতী পূজাকে সামনে রেখে প্রতিমা তৈরি করে সাজসজ্জা, আলোকসজ্জা, পূজা- অর্চনা, অঞ্জলি ও প্রসাদ বিতরণের মধ্য দিয়ে ব্যস্ত সময় পার করছেন পূজারিরা।

জেলা শহরের সাতপাই, নাগড়া, পালপাড়া, ছোটবাজার, বড়বাজার ও জয়নগরসহ শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়, নেত্রকোনা সরকারি কলেজ, মহিলা কলেজ, দত্ত উচ্চ বিদ্যালয়, আদর্শ বালিকা বিদ্যালয়, আদর্শ শিশু বিদ্যালয় এবং বিভিন্ন স্থানে ঘুরে দেখা গেছে নানা আয়োজনে চলছে পূজা অর্চনা।

জানা যায়, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানসহ সার্বজনীন ও পারিবারিক সব মিলিয়ে নেত্রকোনা জেলায় এ বছর প্রায় দুই হাজারের মতো স্থানে সরস্বতী পূজা উদযাপিত হচ্ছে। পূজারিরা জানান, করোনাকালে বিগত বছরগুলোতে সরস্বতী পূজায় তেমন কোনো উৎসবের আয়োজন করা যায়নি। এ বছর পূজা-অর্চনা, অঞ্জলি, প্রসাদ বিতরণ ছাড়াও বিভিন্ন স্থানে থাকছে সাংস্কৃতিক আয়োজন।