লাখো টোপায় সেজেছে পূজামণ্ডপ

Looks like you've blocked notifications!
মুন্সীগঞ্জের নয়াপাড়ায় লাখো টোপায় সাজানো হয়েছে পূজামণ্ডপ। ছবি : এনটিভি

আজ শনিবার মহাষষ্ঠী। দেবী দুর্গা এবার আসছেন হাতিতে চড়ে, আর কৈলাশে ফিরবেন নৌকায়। এর মধ্য দিয়ে শনিবার সকাল থেকেই সনাতন ধর্মাবলম্বীদের বৃহৎ শারদীয় দুর্গা উৎসবে বইছে খুশির আমেজ। মুন্সীগঞ্জ শহরের নয়াপাড়া এলাকার মাটির তৈরি লাখো টোপায় সাজানো পূজামণ্ডপকে ঘিরে চলছে উৎসব। স্বর্ণ ও রূপা গলাতে ব্যবহার হয়ে থাকে এই টোপা বা গইর‌্যা। শহরের নয়াপাড়া এলাকার ডা. দীনেশ মণ্ডলের বাড়ির আঙ্গিনায় মাটির টোপার কারুকাজে সাজানো পূজামণ্ডপে আসছেন নারী, পুরুষ, শিশুসহ সব বয়সীরা। প্রতি বছর নয়াপাড়া পঞ্চায়েত পূজা কমিটি ওই বাড়ির আঙ্গিনায় শারদ উৎসবে এমন আয়োজন করে আসছে।

ডা. দীনেশ মণ্ডলের ভগ্নিপতি নীলকমল দাস বলেন, ‘পূজামণ্ডপ সাজানোর প্রধান কারিগর কাজল দাস। এ ছাড়া আছেন স্বেচ্ছাসেবী লোকনাথ, শুভ দাস, অন্তু সূত্রধর, সুমন দাস, মুন্না চন্দ্র, তন্ময় শীল, সৌরভ দাস, দুর্জয় শীল আর সাধন দাস। তাঁদের মতো প্রায় ৪০ জন তরুণের ঐকান্তিক প্রচেষ্টায় পূজা মণ্ডপটি নজরকাড়া সৌন্দর্য পেয়েছে। এবার এক লাখ ২০ হাজার মাটির টোপা দিয়ে ওই তরুণরা মণ্ডপকে শোভিত করেছেন।’

নয়াপাড়া পঞ্চায়েত পূজা কমিটির সভাপতি রনি দাসগুপ্ত বলেন, ‘প্রতি বছরই পঞ্চায়েত কমিটির তরুণদের মাথায় বিভিন্ন ধরনের চিন্তাভাবনা আসে। মণ্ডপ সাজাতে তাদের নতুন ভাবনার অংশ হিসেবেই এবার মাটির তৈরি টোপা ব্যবহার করা হয়েছে। গত বছর মণ্ডপ সাজানো হয়েছিল কাঁচা বাদামের খোসা দিয়ে।’

রনি দাস বলেন, ‘পঞ্চায়েত কমিটির স্বেচ্ছাসেবী তরুণরা বিভিন্ন স্বর্ণের দোকান থেকে মাটির টোপা সংগ্রহ করে মণ্ডপ সাজাতে কাজে লাগিয়েছেন।’

স্বেচ্ছাসেবী লোকনাথ বলেন, ‘আমরা প্রায় ৪০ জন তরুণ নিজেরা চিন্তাভাবনা করি। পরে সবার মতামতের ভিত্তিতে মণ্ডপ সাজানোর পরিকল্পনা নিই। এবার আমরা মণ্ডপ সাজাতে দেড়মাস আগে থেকে প্রস্তুতি নিয়েছি। প্রায় ৩৫ দিন সময় নিয়ে মাটির টোপায় মণ্ডপ সাজাতে সক্ষম হয়েছি।’