আপনার জিজ্ঞাসা
সদকার ক্ষেত্রে ছেলেমেয়েদের জন্য আলাদা বিধান আছে কি?
নামাজ, রোজা, হজ, জাকাত, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দর্শকের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিশিষ্ট আলেম ড. মুহাম্মদ সাইফুল্লাহ ।
আপনার জিজ্ঞাসার ১৯৮৭তম পর্বে সদকা কিংবা মানতের ক্ষেত্রে ছেলেমেয়েদের জন্য আলাদা বিধান আছে কি না, সে সম্পর্কে নাটোর থেকে চিঠিতে জানতে চেয়েছেন শামীমা আক্তার। অনুলিখনে ছিলেন জহুরা সুলতানা।
প্রশ্ন : সাদকা কিংবা মানতের ক্ষেত্রে ছেলেমেয়েদের মধ্যে কি পার্থক্য আছে? যেমন : খাসি, বকরি।
উত্তর : না, এ ধরনের কোনো বিধান নেই। খাসি ছেলের পক্ষ থেকেও দিতে পারেন, আবার মেয়ের পক্ষ থেকেও দিতে পারেন। এর জন্য তারতম্য করার বা ভিন্নতা করার কোনো বিধান ইসলামের মধ্যে নেই, যেটি আল্লাহ সুবানাহুতায়ালা তাঁর রাসূলের মাধ্যমে ভিন্নতা করেছেন সেটা হচ্ছে আকিকা। রাসূল (সা.) বলেন, ‘যদি ছেলে হয়, তাহলে ছেলেসন্তানের জন্য দুটি সমপর্যায়ের ছাগল আপনি জবাই করবেন, আর যদি মেয়েসন্তান হয়, সে ক্ষেত্রে একটি জবাই করবেন।’ এটাই ইসলামের বিধান। অন্য ক্ষেত্রে যেখানে তারতম্য করা হয়নি, সেখানে সমান বিধানই প্রযোজ্য।

অনলাইন ডেস্ক