পবিত্র ইস্টার সানডে আজ

Looks like you've blocked notifications!
রাজধানীর খামারবাড়িতে রোববার ইস্টার সানডে উপলক্ষে বিশেষ প্রার্থনা আয়োজন করা হয়। ছবি : ফোকাস বাংলা

খ্রিস্ট ধর্মাবলম্বীদের অন্যতম উৎসব ইস্টার সানডে আজ। ধর্মীয় ভাবগাম্ভীর্যে নানা আচার-অনুষ্ঠানের মাধ্যমে পালিত হচ্ছে এ উৎসব।

ক্রুশবিদ্ধ হয়ে মৃতাবস্থা থেকে যিশুখ্রিস্টের পুনরুত্থান দিবস হিসেবে বিশ্বের খ্রিস্ট ধর্মাবলম্বীদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন। দিনটি উপলক্ষে গির্জায় গির্জায় বিশেষ প্রার্থনা, ভালো পোশাক পরিধান, ঘরে ঘরে ভালো খাবারের আয়োজনের মাধ্যমে ইস্টার সানডে পালিত হচ্ছে।

খ্রিস্টধর্মের প্রবর্তক প্রভু যিশুর পুনরুত্থানের তাৎপর্য সবার কাছে সবার কাছে পৌঁছে দেওয়া এবং তাঁর পুনরুত্থানের আনন্দ সবার সঙ্গে ভাগাভাগি করে নেওয়ার উদ্দেশ্যে এসব অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এ ছাড়া ইস্টার সানডেতে অনেকেই আপনজনের সমাধিতে মোমবাতি জ্বালিয়ে তাঁদের আত্মার শান্তি কামনা করে। বিশ্বে অন্যান্য দেশের মতো বাংলাদেশের খ্রিস্ট ধর্মাবলম্বীরাও যথাযথ মর্যাদায় দিনটি পালন করছেন।