পবিত্র শবে বরাত ২ জুন
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2015/05/19/photo-1432043614.jpg)
পবিত্র শবে বরাত আগামী ২ জুন দিবাগত রাতে। আজ মঙ্গলবার ১৪৩৬ হিজরি সনের পবিত্র শাবান মাসের চাঁদ দেশের বিভিন্ন স্থানে দেখা যাওয়ায় জাতীয় চাঁদ দেখা কমিটি ওই সিদ্ধান্ত নেয়।
urgentPhoto
ইসলামিক ফাউন্ডেশনের জনসংযোগ কর্মকর্তা বিল্লাল বিন কাশেম এনটিভি অনলাইনকে জানান, শাবান মাসের চাঁদ দেখা যাওয়ায় আগামী ২ জুন দিবাগত রাতে পবিত্র শবে বরাত উদযাপিত হবে।
শাবান মাসের চাঁদ দেখার সংবাদ পর্যালোচনার করতে এর আগে আজ মঙ্গলবার সন্ধ্যা সোয়া ৭টায় মাগরিবের নামাজের পর ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মুকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করবেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী ও জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি আলহাজ অধ্যক্ষ মতিউর রহমান।