রম্য
আমি গুটিবাজি করিনি, বললেন হুররাম
‘হুররাম সুলতান’ নামটির সঙ্গে চোখের সামনে ভেসে ওঠে অদ্ভুত সুন্দর এক নারী। বিশ্বের অন্যতম সুন্দরী নারীর মধ্যে এ নামও এখন সমানতালে উচ্চারিত। তবে ইব্রাহিম পাশা হত্যার চক্রান্তকারী হিসেবে কারো কারো কাছে অপূর্ব এই হুররাম একজন খলনায়িকা। যাঁর মধ্যে ঘরোয়া রাজনীতির কূটকৌশল ও সম্রাজ্ঞী হওয়ার লোভ প্রবল। আসুন পাঠক, আলোচিত হুররামের কাল্পনিক সাক্ষাৎকার পড়ে নিই।
হাস্যরস : ইব্রাহিম পাশাকে গুটিবাজি করে হত্যা করলেন কেন?
হুররাম : আমি গুটিবাজি করিনি। মিডিয়া আমার বিরুদ্ধে অপপ্রচার করছে।
হাস্যরস : কিন্তু আমরা টিভি স্ক্রিনে স্পষ্ট সব দেখলাম।
হুররাম : ভুলভাবে দেখানো হতে পারে। এটা নিয়ে আমি কিছু বলতে চাই না।
হাস্যরস : দর্শক কিন্তু ফেসবুকে আপনার বিরুদ্ধে স্ট্যাটাস দিচ্ছে।
হুররাম : যাঁরা আমার বিরুদ্ধে স্ট্যাটাস দিচ্ছে, তাঁদের বলছি, আপনারা স্ট্যাটাস দেওয়া বন্ধ করুন। আমাকে বিশ্বাস করুন। আমি ক্ষমতায় গেলে আপনাদের লাভ হবে।
হাস্যরস : আপনি কি ভারতীয় সিরিয়াল দেখেন?
হুররাম : না তো!
হাস্যরস : তাহলে এত গুটিবাজি শিখলেন কীভাবে?
হুররাম : আমি আসলে পরিস্থিতির স্বীকার। প্লিজ, এভাবে আর বলবেন না।
হাস্যরস : আপনি অনেক সুন্দরী, পাশাপাশি গুটিবাজ। তো, বাংলা সিনেমায় ভিলেনের প্রস্তাব পেলে অভিনয় করবেন?
হুররাম : নিজের সিনেমা শেষ করতে পারছি না, আবার বাংলা সিনেমা!
হাস্যরস : তো, হাস্যরসে কাল্পনিক সাক্ষাৎকার দিয়ে কেমন লাগছে?
হুররাম : এই সাক্ষাৎকার প্রমাণ করে, আমি নির্দোষ। ইব্রাহিম পাশা হত্যার পেছনে আমার হাত নেই। যদি হাত থাকত, তাহলে নিশ্চয় হাস্যরস আমার সাক্ষাৎকার নিত না।