ডেঙ্গু প্রতিরোধে স্বপ্নের উদ্যোগ

Looks like you've blocked notifications!
স্বপ্নের লোগো তাদের ওয়েবসাইট থেকে নেওয়া

দুই দশকের বেশি সময় ধরে দেশে দেখা দিয়েছে ডেঙ্গুর প্রকোপ। চলতি বছরেও ভাইরাসজনিত রোগটির প্রকোপ বাড়ছে। ইতোমধ্যে ডেঙ্গু জ্বরে ৬৭ মানুষের প্রাণ গিয়েছে। ডেঙ্গু প্রতিরোধে দেশের অন্যতম রিটেইল চেইন শপ ‘স্বপ্ন’ ভিন্ন উদ্যোগ নিয়েছে।

মশা নিধন জাতীয় বেশকিছু পণ্যে ডিসকাউন্ট দিয়ে পণ্য বিক্রি শুরু করেছেন প্রতিষ্ঠানটি।

জানা যায়, এসিআই অ্যারোসল স্প্রে ৪৭৫ মিলি পণ্যে থাকছে ৩০ টাকা সাশ্রয়। এ ছাড়া হিট অ্যারোসল স্প্রে ৪০০ মিলি পণ্যে ৫০ শতাংশ ছাড়, গুডনাইট অ্যাডভান্স অ্যাকটিভ ৪৫ মিলি পণ্যে দুই রিফিল প্যাকে ৬০ টাকা সাশ্রয়, ভ্যাসলিন মসকিউটো ডিফেন্স লোশন ৫০ বা ১০০ মিলি পণ্যে ১০ থেকে ২০ টাকা সাশ্রয় এবং ঈগল পাওয়ার মেগা কয়েল দুটি কিনলে থাকছে একটি ফ্রি।

এ অফারগুলো চলবে নিকটস্থ স্বপ্ন আউটলেটে স্টক থাকা পর্যন্ত।