প্রাইম লাইফ ইন্স্যুরেন্সের পর্ষদ সভা ৫ সেপ্টেম্বর
প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে। আগামী ৫ সেপ্টেম্বর বিকেল সাড়ে ৩টায় পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানিটির এ সভা অনুষ্ঠিত হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।
সূত্র জানায়, আসন্ন সভায় গত হিসাববছরের (২০২২) নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ এ প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করা হবে।
এছাড়া সভায় চলতি বছরের প্রথম ও দ্বিতীয় প্রান্তিকের (১ জানুয়ারি থেকে ৩০ জুন) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও প্রকাশ করা হবে।
আগের বছর শেয়ারহোল্ডারদের লভ্যাংশ দেয়নি কোম্পানিটি।