ফিরে দেখা ২০২৪
বলিউডের যে ১০ সিনেমা সবচেয়ে বেশি আয় করেছে
এবার ‘খান’বিহীন বছর কেটেছে বলিউডের। যে কারণে দক্ষিণী সিনেমা বছরজুড়েই বক্স অফিসে দাপট দেখিয়েছে ভারতীয় সিনেমা পাড়ায়। প্রভাস, থালাপতি বিজয় ও আল্লু অর্জুনরা মাতিয়ে রেখেছিল ২০২৪ সালের বলিউডের বক্সঅফিস। আয়ের বিচারে সেরা ১০ সিনেমার তালিকায় হিন্দি সিনেমা আছে ৪টি, বাকি সবই দক্ষিণী সিনেমা।
চলুন দেখে নেওয়া যাক বলিউডের যে ১০ সিনেমা সবচেয়ে বেশি আয় করেছে ২০২৪ সালে। পিঙ্কভিলা এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে।
পুষ্পা ২ : দ্য রুল
এক হাজার ৭২০ কোটি (চলমান)
কল্কি ২৮৯৮ এডি
এক হাজার ৫২ কোটি
স্ত্রী ২
৮৫৮ কোটি
দ্য গ্রেটেস্ট অব অল টাইম
৪৬০ কোটি
দেবারা
৪০৫ কোটি
ভুল ভুলাইয়া ৩
৩৭১ কোটি
সিংহম অ্যাগেইন
৩৬৭ কোটি
ফাইটার
৩৪০ কোটি
আমরণ
৩৩৫ কোটি
হনু মান
৩০০ কোটি