দরপতনের শীর্ষে জিকিউ বলপেনের শেয়ার
পুঁজিবাজারের তালিকাভুক্ত ‘বি’ ক্যাটাগরির জিকিউ বলপেনের শেয়ারের দাম কমেছে। আজ মঙ্গলবার (৫ ডিসেম্বর) শেয়ারবাজারে দরপতনের শীর্ষে রয়েছে কোম্পানিটি। এদিনে কোম্পানিটির শেয়ার প্রতি দর কমেছে ১৩ টাকা ২০ পয়সা।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
ডিএসইতে আজ জিকিউ বলপেনের শেয়ারের সমাপনী দর দাঁড়িয়েছে ১৬২ টাকা ৬০ পয়সা। আগের দিন কোম্পানিটির শেয়ারের সমাপনী দর ছিল ১৭৫ টাকা ৮০ পয়সা। এক দিনের ব্যবধানে কোম্পানিটির শেয়ার দর কমেছে ১৩ টাকা ২০ পয়সা বা সাত দশমিক ৫০ শতাংশ।
ডিএসইতে এদিন দরপতনের শীর্ষে থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে ইস্টার্ন লুব্রিকেন্টসের ছয় দশমিক ৮০ শতাংশ, খুলনা প্রিন্টিংয়ের চার দশমিক ৬৫ শতাংশ, শ্যামপুর সুগারের চার দশমিক ৫৬ শতাংশ, মেঘনা পেটের চার দশমিক ২৮ শতাংশ, দি ঢাকা ডায়িংয়ের চার দশমিক ২২ শতাংশ, দেশ গার্মেন্টসের তিন দশমিক ৭১ শতাংশ, মুন্নু এগ্রোর তিন দশমিক শূন্য সাত শতাংশ, ইউনাইটেড ইন্স্যুরেন্সের তিন দশমিক শূন্য দুই শতাংশ এবং ইয়াকিন পলিমারের দুই দশমিক ৮৬ শতাংশ করে দরপতন হয়েছে।