বারাকা পতেঙ্গার ১৩তম এজিএম অনুষ্ঠিত
পুঁজিবাজারে তালিকাভুক্ত বারাকা পতেঙ্গা পাওয়ারের ১৩তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার (২৪ ডিসেম্বর) বেলা ১১টা ৪৫মিনিটে ডিজিটাল (ভার্চ্যুয়াল) প্লাটফর্মে এই এজিএমে ২০২২-২০২৩ সমাপ্ত অর্থবছরের (জুলাই-জুন) কোম্পানিটির নিরীক্ষিত বার্ষিক আর্থিক প্রতিবেদন উপস্থাপন করা হয়।
এজিএমে শেয়ারহোল্ডাররা কোম্পানির পরিচালনা পর্ষদ কর্তৃক পাঁচ শতাংশ নগদ লভ্যাংশ সর্বসম্মতিক্রমে অনুমোদন করেছে। যদিও কোম্পানিটি সমাপ্ত অর্থবছরে লোকসান গুনছে। এজিএমে সমাপ্ত অর্থবছরের কোম্পানিটির আর্থিক বিবরণী, পরিচালক এবং নিরীক্ষক প্রতিবেদন অনুমোদন হয়। এ ছাড়া পরিচালক নির্বাচন, আগামী অর্থবছরের (২০২৩-২০২৪) জন্য নিরীক্ষক নিয়োগ ও তার পারিশ্রমিক নির্ধারণ এবং আগামী অর্থবছরের জন্য কমপ্লায়েন্স নিরীক্ষক নিয়োগ ও তার পারিশ্রমিক নির্ধারণ এজেন্ডা অনুমোদন হয়।
অনুষ্ঠানে কোম্পানির চেয়ারম্যান গোলাম রাব্বানী চৌধুরী বলেন, বারাকা পতেঙ্গা পাওয়ার ২০১১ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়েছে। কোম্পানিটি বারাকা শিকলবাহা পাওয়ার লিমিটেড এবং কর্ণফুলী পাওয়ার লিমিটেডের প্রতিটির মোট শেয়ারের ৫১ শতাংশ বিনিয়োগ করেছে। এছাড়াও কোম্পানিটি বারাকা সিকিউরিটিজ লিমিটেড নামে একটি নতুন সিকিউরিটিজ হাউসে মোট শেয়ারের ৫১ শতাংশ বিনিয়োগ করেছে। আরও বলেন, ভবিষ্যতে বারাকা পতেঙ্গা পাওয়ার অন্যান্য লাভজনক প্রকল্পে বিনিয়োগের সুযোগ অন্বেষণ করে যাচ্ছে।
কোম্পানির পরিচালনা পর্ষদ এবং শেযারহোল্ডারদের সর্বাত্মক সহযোগিতার জন্য আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করে ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মঞ্জুর কাদির শাফী বলেন, ২০২২-২০২৩ অর্থবছরে বারাকা পতেঙ্গা পাওয়ারের সম্মিলিত শেয়ার প্রতি লোকসান হয়েছে ১ টাকা ৬ পয়সা। আলোচিত অর্থবছরে শেয়ার প্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়ায় ২৬ টাকা ৮১ পয়সা। এজিএমের সঞ্চালনায় ছিলেন কোম্পানির সচিব মোহাম্মদ রানা।