সূচক উত্থানে, ১২ মিনিটে লেনদেন শতকোটির ওপরে
ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সূচক উত্থানে লেনদেন চলছে। সপ্তাহের চতুর্থ কর্মদিবস আজ বুধবার (২৪ জানুয়ারি) শুরুর প্রথম ১২ মিনিটে লেনদেন শতকোটি টাকা ছাড়িয়েছে। ডিএসইর ওয়েবসাইট সূত্রে এতথ্য জানা গেছে।
অনুসন্ধানে দেখা যায়, লেনদেন শুরুর প্রথম ১২মিনিটে সূচক বাড়ে ১৪ দশমিক ৮৮ পয়েন্ট। লেনদেন হওয়া প্রথম ১২ মিনিট বা সকাল ১০টা ১২ মিনিট পর্যন্ত কোম্পানিগুলোর মধ্যে শেয়ার দর বেড়েছে ১৩৬টির, কমেছে ১০৪টির এবং অপরিবর্তিত রয়েছে ৫২টি কোম্পানির শেয়ার দর। লেনদেন হয়েছে ১০৯ কোটি ১৪ লাখ টাকা।
এ সময় ডিএসইএক্স অবস্থান করছে ছয় হাজার ২৯১ দশমিক ১৪ পয়েন্টে। শরিয়াহ সূচক ডিএসইএস বেড়েছে দুই দশমিক ১৬ পয়েন্ট। একই সময় ডিএস-৩০ সূচক বেড়েছে ছয় দশমিক ৩৫ পয়েন্ট। প্রথম ১২মিনিটে লেনদেন শীর্ষে ওঠে এসেছে ফু-ওয়াং ফুডের শেয়ার। এই শীর্ষে তালিকায় স্থান পেয়েছে ওরিয়ন ফার্মা, একমি পেস্টিসাইডস, বিডি থাই এবং আইপিডিসির শেয়ার।