কমেছে বাজার মূলধন, বেড়েছে শেয়ার বিক্রির চাপ
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ রোববার (২৮ জানুয়ারি) সব ধরনের সূচক পতনে লেনদেন শেষ হয়েছে। গত দেড় বছর মধ্যে আজকের প্রধান সূচক ডিএসইএক্স সর্বনিম্ন অবস্থানে আছে। আগের কর্মদিবসের চেয়ে আজ কমেছে বাজার মূলধন পরিমান। বেড়েছে শেয়ার বিক্রির চাপ। লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে ৭৯ শতাংশ প্রতিষ্ঠানের দর কমেছে। এদিন কমেছে লেনদেনের পরিমাণ।
অনুসন্ধানে দেখা যায়, আজ ডিএসইর লেনদেনের শুরুটা সূচক উত্থানে ছিল। লেনদেনের প্রথম ২১মিনিটে প্রধান সূচক ডিএসইএক্স ৩৬ পয়েন্ট বাড়ে। আলোচিত ২১ মিনিটে ডিএসইএক্স বেড়ে দাঁড়ায় ছয় হাজার ১৯২ পয়েন্টে। পরে সূচক কমা-বাড়া রুপে ফিরে। লেনদেন শুরুর দুই ঘণ্টা ১৮ মিনিট পর সূচকের ছন্দ পতন ঘটে। সূচক পতনে রুপে ফেরে। দিনশেষে সূচক পতনে লেনদেন শেষ হয়। এদিন ডিএসইএক্স ৭৭ পয়েন্ট পতন হয়। কমেছে ৩১১ কোম্পানির শেয়ার দর।
স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইট সূত্র জানা যায়, আজ রোববার ডিএসইতে লেনদেন হয়েছে ৮৮০ কোটি ৬১ লাখ টাকা। আগের কর্মদিবস বৃহস্পতিবার লেনদেন হয়েছিল ৮৭০ কোটি ৯০ লাখ টাকা। এদিন পুঁজিবাজারে মূলধন দাঁড়ায় সাত লাখ ৪৭ হাজার ৪১৮ কোটি ৯১ টাকা। আগের কার্যদিবস বৃহস্পতিবার বাজার মূলধন ছিল সাত লাখ ৫৪ হাজার ৯৬৬ কোটি ১৭ লাখ টাকা। সূচক ডিএসইএক্স ৭৭ দশমিক ৩৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ছয় হাজার ৭৯ দশমিক শূন্য ছয় পয়েন্টে। গত ২০২২ সালের ২৮ জুলাই ডিএসইএক্স ছিল পাঁচ হাজার ৯৮০ পয়েন্ট। দেড় বছর বা ১৮ মাসের মধ্যে আজকের সূচক ডিএসইএক্স সর্বনিম্ন অবস্থানে আছে। ডিএস৩০ সূচক ২৩ দশমিক ৫৬ পয়েন্ট কমে দাঁড়ায় দুই হাজার ৯১ দশমিক শুন্য চার পয়েন্টে। এ ছাড়া ডিএসইএস সূচক ১৫ দশমিক ১৪ পয়েন্ট কমে দাঁড়ায় এক হাজার ৩৩৭ দশমিক ১৪ পয়েন্টে।
ডিএসইতে এদিনে লেনদেন হওয়া ৩৯৪টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের মধ্যে দর বেড়েছে ৫৭টির এবং কমেছে ৩১১টির। শেয়ার দর পরিবর্তন হয়নি ২৬টির। আজ লেনদেনের শীর্ষে উঠেছে ওরিয়ন ফার্মার শেয়ার। কোম্পানিটির ৩২ কোটি ৫২ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়। লেনদেন শীর্ষ উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে বিডি থাইয়ের ২৯ কোটি ছয় লাখ টাকা, খান ব্রাদার্সের ২৬ কোটি দুই লাখ টাকা, রুপালী ব্যাংকের ২৪ কোটি ৫৪ লাখ টাকা এবং খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিংয়ের ২৩ কোটি ৮০ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়।