শেয়ার প্রতি ৬.৩৫ টাকা লোকসান গুনছে এসিআই
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি এসিআইয়ের চলতি অর্থবছরের (২০২৩-২০২৪) দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর) শেয়ার প্রতি ছয় টাকা ৩৫ পয়সা লোকসান গুনছে। আজ বুধবার (৩১ জানুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
ডিএসই জানায়, চলতি অর্থবছরের দ্বিতীয় প্রান্তিক (অক্টোবর-ডিসেম্বর) আর্থিক প্রতিবেদনে কোম্পানিটির সমন্বিত শেয়ার প্রতি লোকসান হয়েছে ছয় টাকা ৩৫ পয়সা। আগের অর্থবছরের (২০২২-২০২৩) একই সময়ে (অক্টোবর-ডিসেম্বর) সমন্বিত শেয়ার প্রতি মুনাফা (ইপিএস) ছিল এক টাকা ৯৬ পয়সা। চলতি অর্থবছরের প্রথম ছয় মাস বা দুই প্রান্তিকে (জুলাই-ডিসেম্বর) সমন্বিত শেয়ার প্রতি লোকসান হয়েছে আট টাকা ৪২ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে (জুলাই-ডিসেম্বর) সমন্বিত শেয়ার প্রতি লোকসান ছিল এক টাকা ৭৯ পয়সা।
আলোচিত দুই প্রান্তিকে সমন্বিত শেয়ার প্রতি নগদ প্রবাহ (এনওসিএফপিএস) হয়েছে নেগেটিভ ৮৮ টাকা ৮৪ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে সমন্বিত শেয়ার প্রতি নগদ প্রবাহ ছিল নেগেটিভ ৮০ টাকা ৩৬ পয়সা। গত ৩১ ডিসেম্বর কোম্পানিটির সমন্বিত শেয়ার প্রতি সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৯৮ টাকা ৯৭ পয়সা।
মুনাফা ও শেয়ার প্রতি নগদ প্রবাহ কমার কারণ প্রসঙ্গে ডিএসইকে কোম্পানিটি জানায়, গত বছরের ৩১ ডিসেম্বর বা ছয় মাসে (জুলাই-ডিসেম্বর) মুনাফার বৃদ্ধি অপারেটিং ব্যয়ের প্রবৃদ্ধিকে ছাড়িয়ে যায় এসিআই। এতে পরিচালন মুনাফা বাড়ে। অন্যদিক ব্যবসার প্রবৃদ্ধির কারণে অতিরিক্ত চলতি মূলধন অর্থায়নের পাশাপাশি সুদের হার বাড়ায় ঋণ গ্রহণের ব্যয় বাড়ে। সব মিলিয়ে গত ছয় মাসে সমন্বিত শেয়ার প্রতি লোকসান দাঁড়ায় ৮ টাকা ৪২ পয়সা। আলোচিত সময় এসপিএলওয়াই ছিল ১ টাকা ৭৯ পয়সা। চলতি মূলধন ওঠানামার ফলে শেয়ার প্রতি নগদ প্রবাহ ছিল নেগেটিভ ৮০ টাকা ৩৬ পয়সা।