সূচক উত্থানে লেনদেন ১৬০০ কোটি টাকা
সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস আজ সোমবার (৫ ফেব্রুয়ারি) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক উত্থানে লেনদেন শেষ হয়েছে। বেড়েছে অধিকাংশ কোম্পানির শেয়ার দর। আগের কার্যদিবসের চেয়ে এদিন লেনদেনের পরিমাণ বেড়েছে। লেনদেন ১৬শ কোটি টাকা ছাড়িয়েছে। এদিনের লেনদেন গত ১৬ মাস ১০ দিনের মধ্যে সর্বোচ্চ লেনদেন। বেড়েছে বাজারে মূলধনের পরিমাণ।
অনুসন্ধানে দেখা যায়, আজ লেনদেন শুরুর প্রথম আট মিনিটে সূচক বাড়ে ১৮ পয়েন্ট। সকাল ১০টা ৮মিনিট পর্যন্ত কোম্পানিগুলোর মধ্যে শেয়ার দর বেড়েছে ১৭৭টির, কমেছে ৪৬টির কোম্পানির শেয়ার দর। লেনদেন হয় ১০৫ কোটি টাকা। শেয়ার ক্রয়ের চাপে লেনদেন শুরুতেই সূচকের উত্থান হয়। প্রথম ৮ মিনিট পর সূচক কিছুটা পতনের রূপ নেয়। তবে লেনদেন শুরুর ২৭ মিনিটের পর ফের ডিএসই উত্থানে ফিরে। এরপর উত্থান বৃত্ত বড় হতে থাকে। দিনশেষে ডিএসইএক্স বেড়েছে ৪১ পয়েন্ট। লেনদেন হয় এক হাজার ৬৫৪ কোটি টাকা। বেড়েছে আড়াই শতাধিক কোম্পানির শেয়ার দর।
স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইট সূত্র জানা যায়, সোমবার ডিএসইতে লেনদেন হয়েছে ১ হাজার ৬৫৪ কোটি ৭৮ লাখ টাকা। এর আগে ২০২২ সালের ২৫ সেপ্টেম্বর লেনদেন হয়েছিল এক হাজার ৮১০ কোটি ৫২ লাখ টাকা। এদিন পুঁজিবাজার মূলধন দাঁড়িয়েছে সাত লাখ ৬৭ হাজার ৫৯৮ কোটি ৮৯ টাকা। আগের কার্যদিবস রোববার বাজার মূলধন ছিল সাত লাখ ৬১ হাজার ৭০৪ কোটি ৬২ লাখ টাকার শেয়ার।
সূচক ডিএসইএক্স ৪১ দশমিক ৮৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ছয় হাজার ৩২২ দশমিক ৫৯ পয়েন্টে। ডিএসইএস সূচক পাঁচ দশমিক ৫৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৩৭৬ দশমিক ৬৪ পয়েন্টে। এ ছাড়া ডিএস৩০ সূচক আট দশমিক ৫৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে দুই হাজার ১৩৩ দশমিক ২৪ পয়েন্টে। ডিএসইতে এদিনে লেনদেন হওয়া ৩৯৫টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের মধ্যে দর বেড়েছে ২৬১টির ও কমেছে ৯৩টির। শেয়ারদর পরিবর্তন হয়নি ৪১টির।
আজ লেনদেনের শীর্ষে উঠে এসেছে ওরিয়ন ইনফিউশনের শেয়ার। কোম্পানিটির ৭৭ কোটি ৩৭ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়। লেনদেন শীর্ষ উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে বিডি থাইয়ের ৫৬ কোটি ৭১ লাখ টাকা, ফু-ওয়াং ফুডের ৪৮ কোটি ৯৫ লাখ টাকা, খুলনা প্রিন্টিংয়ের ৪৫ কোটি ৮২ লাখ টাকা, কর্নফূলি ইন্স্যুরেন্সের ৩৫ কোটি আট লাখ টাকা, আইটিসির ৩১ কোটি ৮৪ লাখ টাকা, আইএফআইসির ৩১ কোটি ৫৪ লাখ টাকা, ইভেন্স টেক্সটাইলসের ২৯ কোটি ছয় লাখ টাকা, ফরচুন সুজের ২৮ কোটি ৫১ লাখ টাকা এবং অলিম্পিক এক্সেসরিজের ২৭ কোটি ৭১ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়।
অপর পুঁজিবাজার চট্রগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সোমবার ১৯ কোটি ১৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের কার্যদিবস রোববার লেনদেন হয়েছিল ১৮ কোটি ৬১ লাখ টাকার শেয়ার। এদিন বাজার মূলধন দাঁড়িয়েছে সাত লাখ ৫৯ হাজার ২৫২ কোটি ৯৮ লাখ টাকা। আগের কার্যদিবস রোববার বাজার মূলধন ছিল সাত লাখ ৫৪ হাজার ১৮ কোটি ৬৯ লাখ টাকা। সিএসইর প্রধান সূচক সিএএসপিআই ১৮৭ দশমিক ৪৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৮ হাজার ৩২ দশমিক ২৩ পয়েন্টে। সিএসই৫০ সূচক ৯ দশমিক ৬৬ পয়েন্ট, সিএসই-৩০ সূচক ৬৭ দশমিক ১৫ পয়েন্ট, সিএসসিএক্স সূচক ১১১ দশমিক ৪৯ পয়েন্টে এবং সিএসআই সূচক সাত দশমিক ৮৫ পয়েন্ট বেড়েছে।
সিএসইতে লেনদেন হওয়া ২৯২টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ১৮৭টির, কমেছে ৭২টির। শেয়ারদর পরিবর্তন হয়নি ৩৩টির। এদিন লেনদেনের শীর্ষে উঠে এসেছে এ্যাপোলো ইস্পাতের ৯৯ লাখ টাকা, জিআইবি ৮৭ লাখ টাকা, আইএফআইসি ব্যাংকের ৭৭ লাখ টাকা, বিডি থাইয়ের ৬৫ লাখ টাকা, ফু-ওয়াং ফুডের ৫৮ লাখ টাকা, ইউনিয়ন ব্যাংকের ৫৪ লাখ টাকা, খুলনা প্রিন্টিংয়ের ৪৮ লাখ টাকা, অলিম্পিক এক্সেসরিজের ৩৯ লাখ টাকা, ফরচুন সুজের ৩৭ লাখ টাকা এবং ইভেন্স টেক্সটাইলের ৩৩ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়।